নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের আঞ্চলিককরণের(মালদা) উদ্যোগে, হোম আবাসিকদের নিয়ে উত্তরবঙ্গ ব্যাপী প্রতিভা অন্বেষণ উৎসব অনুষ্ঠিত হল মালদা টাউন হলে।
এই উদ্দেশ্যে সোমবার সকালে হোম আবাসিকদের নিয়ে মালদা শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গোটা শহর পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এসে শেষ হয় মালদা টাউন হল প্রাঙ্গণে। এরপর সেখানে শুভেচ্ছা বার্তা এবং শান্তির প্রতীকরূপী সাদা পায়রা আকাশে উড়িয়ে, প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক রাজর্ষি মিত্র।
আরও পড়ুনঃ সিএএ-এনআরসির বিরুদ্ধে ডোমকল টাউন তৃণমূলের অবস্থান বিক্ষোভ
এদিন এই অনুষ্ঠান মঞ্চে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন মালদা সদর মহকুমা শাসক সুরেশ কুমার রানু, যুগ্ন অধিকর্তা মলয় কান্ত মুর্মু, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ-সহ অন্যান্যরা। জানা যায়, উত্তরবঙ্গ ব্যাপী প্রতিভা অন্বেষণ উৎসবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট আটটি হোমের প্রায় দু’শতাধিক আবাসিক অংশ নিয়েছিল।
নাটক, বসে আঁকো প্রতিযোগিতা ও দলগত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান মঞ্চে। এদিন যুগ্ন অধিকর্তা মলয় কান্ত মুর্মু জানান,এখান থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন, তারা চলতি মাসের ১৭ এবং ১৮ তারিখ কলকাতায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584