জাতীয় সড়ক সম্প্রসারণে উচ্ছেদ অভিযান শুরু, চিন্তায় বাসিন্দারা

0
44

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে জমি অধিগ্রহণের পর এবার ভাঙা হচ্ছে বসত বাড়ি-দোকান ঘর। গত শুক্রবার থেকে সামসী বাইপাসে এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ফলে লকডাউনে পরে করোনা আবহের মধ্যে বিপাকে পড়েছেন কিছু বাসিন্দারা। বাড়ি-ঘর হারিয়ে শিশু-বয়স্কদের নিয়ে পথে বসতে চলেছে উচ্ছেদ হওয়া পরিবার গুলি। যদিও বাইপাস রাস্তা চওড়া করার জন্য জাতীয় সড়ক কতৃপর্ক্ষ যথেষ্ট খতিপূরণ দিয়েছে জমির মালিকদের। তবুও এই সময়ে এই কাজ শুরু করায় ক্ষুব্ধ এলাকাবাসী।

Operation | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, বাড়ি-দোকান ঘর খালি করতে বহুবার নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয়েছে। তারপরেও জমি ছাড়তে মালিকদের মধ্যে কোনও প্রকার হেলদোল দেখা যায়নি। কার্যত, বাধ্যহয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ উচ্ছেদের কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ প্রতিবেশির মুরগির ফার্মে ঠাঁই দুই সম্প্রদায়ের তিন শ্রমিকের

বাড়ির মালিকদের অভিযোগ, যথেষ্ট পরিমানে ক্ষতিপুরণ না দেওয়ায় আদালতে বিষয়টি নিয়ে মামলা রয়েছে। তা সত্ত্বেও গত শুক্রবার থেকে বসত বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই বাড়ি ভাঙা সহ মালপত্র সব কিছুই নিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। মালপত্র, পরিবারের শিশু-বয়স্কদের নিয়ে লকডাউনের মাঝে কোথায় উঠবেন তা নিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here