অকেজো সোলার লাইট, অভিযোগ প্রশাসনের অবহেলার

0
28

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় হাই মাস্ট সোলার লাইট লাগানো হয়েছে। পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে এক একটি লাইট এর জন্য বরাদ্দ ধরা হয়েছে কম করে দশ লক্ষ টাকা। সাধারণ মানুষের অভিযোগ সেই ১০ লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় হলেও বাস্তবে সেই টাকা জনগণের কোনও কাজে আসে না।

Residents of Alipurduar are upset with solar lights
নিজস্ব চিত্র

গত চার মাস আগে লাগানো লাইট নষ্ট হয়ে গেছে চার মাসের মধ্যেই। সেই লাইট ঠিকাদারকে দিয়ে বার বার ঠিক করালেও দু-তিনদিনেই তা আবার খারাপ হয়ে যায়। এমনকি ঠিকাদারকে ফোন করেও সব সময় পাওয়া যায় না। ডুয়ার্সের আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের যশোর ডাঙ্গা বাজার, বাস স্ট্যান্ড এবং শামুকতলার কাজীপাড়াতে এই সমস্ত লাইটগুলো লাগানো রয়েছে।

কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ নিম্ন মানের লাইট হওয়ায় সেগুলি কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে যায়, আর এ নিয়ে প্রশাসনের কোনও হেলদোলও নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here