উমার ফারুক, নিউজ ফ্রন্ট,মালদা : মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে রবিবার বেলা ১১টার সময় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে এবছরের হজ্ব যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে হজ্ব যাত্রীরা সমবেত হন।উদ্বোধনী বক্তব্য দেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন।তিনি বলেন-জেলার হজ্ব যাত্রীদের পারস্পরিক পরিচিতি ও দোয়ার জন্য মূলত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।তাঁরা পবিত্র নগরী মক্কায় গিয়ে পবিত্র হজ্ব সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরে আসুন এই দোয়া করি।তিনি হজ্ব যাত্রীদের কাছে দেশের তথা সমগ্র বিশ্ব মানবতার জন্য দোয়ার আবেদন রাখেন।উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্য হজ্ব কমিটির সদস্য আলহাজ্ব এ.কে.এম ফারহাদ।তিনি বলেন রাজ্য হজ্ব কমিটির পক্ষ থেকে সকল হজ্বযাত্রীদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন,যুব তৃণমূলের সভাপতি অম্লান ভাদুড়ি,প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র,ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, জেলা পরিষদের সহ সভাধিপতি গৌর মন্ডল,শিক্ষক নেতা এজাজুল হক,জেলা সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি রফিকুল হোসেন প্রমুখ।সমগ্র অনুষ্ঠান টি সুচারুভাবে সঞ্চালনা করেন সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি আবদুল লাহিল মামুন সাহেব।জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে জানানো হয় যে মালদা জেলা থেকে মোট ১০৩৪জন হজ্ব যাত্রী এবছর পবিত্র হজ্বে যাচ্ছেন।যাদের মধ্যে সর্বকনিষ্ঠ হজ্ব যাত্রী কালিয়াচকের জালালপুর গ্রামের সাদেকুজ্জামান ও সামিনারা জামানের একমাত্র কন্যা পাঁচ বছরের আজমা জামান।বাবা মায়ের সঙ্গে সেও এবছরের হজ্ব যাত্রী।বিশ্ব মানবতার কল্যাণ ও বিশ্বশান্তির জন্য দোয়া করা হয় অনুষ্ঠান শেষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584