ট্রাফিক নিয়ম ভঙ্গকারীকেই আইন শেখানোর দায়িত্ব বর্ধমানে

0
34

সুদীপ পাল, বর্ধমানঃ

আউশগ্রামের কয়রাপুরের ট্রাক চালক সেখ সইফুদ্দিন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য লাইসেন্স সহ অন্য নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। চালককে বলা হয়েছিল বর্ধমানের সেহারাবাজার থেকে থেকে নথি ফিরিয়ে আনতে হবে। নথি ফিরিয়ে আনতে গেলে ট্রাফিক পোষ্টের ইনচার্জ সুকুমার মন্ডল এসডিপিওর কাছে কি করতে হবে জানতে চান। এইচডিপিও পরামর্শ দেন, ট্রাফিক নিয়ম ভাঙার শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানা, গ্রেপ্তার এসব কিছু নয় বরং শনিবার থেকে টানা চারদিন দু’ঘণ্টা করে যান চলাচল নিয়ন্ত্রণ করা থেকে চালকদের ট্রাফিকের নিয়ম জানাবেন সইফুদ্দিন।

responsibility of the lawbreaker to teach the law | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

এসডিপিওর কথা মত তার হাতে তুলে দেওয়া হয় বই, প্রচারপত্র। নিয়ম ভাঙার নতুন শাস্তির নিদানে যে কাজ হবে তা মনে করছে অনেকেই।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান-আরামবাগ রোডে গাড়ির চাপ খুব বেশি থাকে। ট্রাফিকের নিয়ম ভাঙার ঘটনা প্রতিদিন ঘটে। বারবার জরিমানা বা গ্রেপ্তার করেও কোনোভাবেই সচেতনতা বাড়ানো যাচ্ছে না। সেজন্য এসডিপিও এই নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম বলেন, অন্য শাস্তিও হতে পারতো। কিন্তু একজন চালক যদি নিজের অভিজ্ঞতা দিয়ে অন্য চালককে বোঝান তাহলে কাজ বেশি হবে। এই রাস্তার বেশিরভাগ মোড় অতি দুর্ঘটনাপ্রবণ।

আরও পড়ুনঃ মাদারিহাটে অ্যাম্বুলেন্স ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সফিউদ্দিন অবশ্য বলছেন, ভুলের শাস্তি মাথা পেতে নিয়েছি। আমার মত ভুল যাতে আর কেউ না করে তাই বোঝাচ্ছি সকলকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here