সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
দূর থেকে দেখলে মনে হবে ইঞ্জিন সমেত দু কামরার একটি ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু ভিতরে ঢুকতেই দেখা যাবে তাতে চা, কফি সহ নানান খাবার-দাবার পাওয়া যাচ্ছে। সুন্দর সাজানো-গোছানো একটি রেস্টুরেন্ট।
গত কয়েকদিন আগেই আসানসোলে রেলের পক্ষ থেকে এরকম একটি রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে। আজ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা সেই রেস্তোরাঁ পরিদর্শন করলেন।
আরও পড়ুনঃ তপন দিঘির কাজ পরিদর্শনে সাংসদ
জানা যায়, পুরনো সম্পত্তিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে জনসাধারণের মতামত জানতে বিজ্ঞাপন দিয়েছিল রেল। শিলিগুড়ি ও আসানসোলের দু’টি বাণিজ্যিক সংস্থা প্রস্তাব দেয়, ট্রেনের বাতিল কামরায় রেস্তোরাঁ ও কফি পার্ক করার।
সেই ভাবনারই বাস্তবায়ন ঘটেছে। মনে করা হচ্ছে, আগামী পাঁচ বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় হবে রেলের এই রেস্তোরাঁ থেকে। ডিভিশনের দাবি, পূর্ব রেলে এমন উদ্যোগ এই প্রথম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584