নাইটিতে নিষেধাজ্ঞা,কারন পুরুষের অস্বস্তি

0
226

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার থোকলাপল্লী গ্রামে বিগত সাত মাস ধরে মহিলাদের নাইটি পরিধানে চলছে নিষেধাজ্ঞা।প্রশাসনিক আধিকারিকরা অভিযোগ পেয়ে গ্রামে গিয়ে জানতে পারেন যে,কয়েকমাস পূর্বে গ্রামের মোড়লদের কাছে অভিযোগ জমা পড়ে যে,মহিলাদের নাইটি পরায় অস্বস্তি বাড়ছে পুরুষদের,ফলে রীতিমতো মিটিং করে নাইটি নিষেধাজ্ঞা জারি করা হয়।ঘোষিত হয় যে,সকাল ছয়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কোন মহিলা নাইটি পড়ে রাস্তায় বের হতে পারবে না।শুধু নিষেধাজ্ঞা নয়,নিয়মের অন্যথায় জরিমানাও ধার্য্য হয়।জরিমানার পরিমান দু’হাজার টাকা।যা আদায় করবে গ্রাম উন্নয়ন কমিটি,যার মধ্যে একহাজার টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে তাকে যে এই নিয়ম ভাঙার খবর গ্রাম উন্নয়ন কমিটিকে এনে দেবে তাকে।সবচেয়ে বিস্ময়কর এটিই যে এই ফতোয়ার সবচেয়ে বড় প্রচারক মহিলারাই।অন্ধ্রের থোকলাপল্লী আসলে মৎস্যজীবী অধ্যুষিত গ্রাম,গ্রামের পাঁচ হাজার বাসিন্দার মধ্যে নারী প্রাধান্য বেশী।যদিও এখনও পর্যন্ত কোন মহিলা আইনভঙ্গ করে নি।স্থানীয় নিদামারু থানার সাব ইন্সপেক্টর এম বিজয় কুমার এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিক এম সুন্দর রাজু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উদ্যোগ নিয়েছেন এই ফতোয়ার বিরুদ্ধে পালটা প্রচারের,যাতে এলাকাবাসীকে বোঝানো হবে এমন নিয়ম জারি করা বেআইনী এবং তা মানতেও কেউ বাধ্য নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here