অতুল প্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকীতে ঋদ্ধি-সুজয় প্রসাদের শ্রদ্ধাজ্ঞলি

0
68

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অতুলপ্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি’ নিয়ে আসছে তাদের নবতম নিবেদন– ‘একটি নীরব যুগসন্ধি’। নির্মাণে ঋদ্ধি বন্দোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

atul prasad | newsfront.co
অতুল প্রসাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আগামী ১৯ জুন, সন্ধ্যা ৭টায় ঋদ্ধি বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে মুক্তি পাবে ‘একটি নীরব যুগসন্ধি’। এই বিশেষ নির্মাণে কবির রচিত ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার’ গানটির সঙ্গে, বিশিষ্ট অভিনেতা পাহাড়ি সান্যালের এবং দিলীপকুমার রায়ের রচনা থেকে পাঠ রয়েছে।

আরও পড়ুনঃ অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদাস্তা’ আসছে ওটিটি-তে

ঋদ্ধি বন্দোপাধ্যায় জানালেন– “এই গানটা কবি রচনা করেন যখন ওঁর বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে। গানটা সন্তোষ সেনগুপ্ত রেকর্ড করেছিলেন সত্তরের দশকে। খুব একটা পরিচিত গান নয়। কিন্তু খুব ভাল লাগার গান। তাই এই নির্বাচন।”

আরও পড়ুনঃ টোটা, প্রিয়াঙ্কা, অঙ্কুশকে নিয়ে রাজা চন্দর নতুন ধামাকা বড়পর্দায়

সুজয়ের কথায়– “অতুলপ্রসাদের জন্মের সার্ধশতবার্ষিকীর বছরে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য আশা করি এই প্রজন্মকে কিছুটা হলেও চিনতে সাহায্য করবে এই মানুষটির মন ও মননকে এই নির্মাণ আমাদের পৌঁছে দেবে অতুলপ্রসাদের ‘ডেলিকেট’ মনের গহনে, যেখানে বিষাদ ও বিরহের সম্মিলনে সৃজনশীলতা ক্রমবর্ধমান হয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here