রায়গঞ্জে টোটো চালকের করোনা সংক্রমণে, পৌষমাস রিক্সা চালকদের

0
77

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ শহরে টোটো চালকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাই অনেক মানুষ কার্যত টোটোকে এড়িয়ে চলছেন। আর তার ফলে ফের ফিরে এসেছে রিক্সা চালকদের সুদিন। তাদের গুরুত্ব বেড়েছে। কিছুদিন আগেও শহরের মানুষ রিক্সাকে এড়িয়ে চলার চেষ্টা করতেন। সামাজিক দূরত্বের বিষয়টি নিয়েও শহরের বাসিন্দাদের দুশ্চিন্তা রয়েছে।

Riksa drivers | newsfront.co
নিজস্ব চিত্র

টোটোয় একসঙ্গে তিন থেকে চারজন যাত্রী উঠছে। অপরিচিতদের সঙ্গে বসতে হচ্ছে, যা থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। তাই টোটোর পরিবর্তে রিক্সায় যাতায়াত বাড়ছে। রিক্সায় একা যাতায়াত করা অনেকটা সুরক্ষিত মনে করছেন অনেকেই। টোটোর দাপটে একসময় রায়গঞ্জ শহরের রাস্তা থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছিল রিক্সা। হাতেগোনা কয়েকটি রিক্সা চলাচল করত রাস্তায়। তবু যাত্রী পেতেন না চালকরা।

আরও পড়ুনঃ দূষণ কমে মিলতে পারে ইলিশ, বিধি মেনে প্রস্তুতি মৎস্যজীবীদের

এক রিক্সা চালক জানান, “লকডাউনের আগে পর্যন্ত ভাড়া পেতাম না। কিছুদিন আগেও সাধারণ মানুষ টোটোতে যাতায়াত করতেন সময় বাঁচাতে। কিন্তু লকডাউনের পর অনেকে আমাদের রিক্সায় উঠছেন। আমাদের সওয়ারি যেমন কিছুটা বেড়েছে, তেমনি বেড়েছে আয়ও।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here