পিয়ালী দাস, বীরভূমঃ
রেশন বিলি ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে বীরভূম জেলা শাসক কার্যালয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা রীনা মিত্র।
এদিন জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা রীনা মিত্র, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, পুলিশ সুপার শ্যাম সিং, সিউড়ী, রামপুরহাট, বোলপুরের মহকুমাশাসক, বীরভূমের উনিশটি ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ রাজ্যে ফের বড় দুর্নীতির গন্ধ পেয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন রাজ্যপাল
প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে জেলাশাসক জানান, ‘বীরভূমের রেশন ব্যবস্থা কেমন চলছে সেটাই দেখতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা রীনা মিত্র। জেলাশাসক দাবি করেন, যেসব মানুষের ডিজিটাল রেশন কার্ড এখনো তৈরি হয়নি, তারা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলেই তাদেরকে একটি কুপন দেওয়া হবে।
সেই কুপন তার নিকটস্থ রেশন দোকানে গিয়ে দেখালেই সরকার থেকে প্রাপ্য রেশন দ্রব্য পেয়ে যাবে। ইতিমধ্যে ইলামবাজার ব্লক এবং বোলপুর ব্লকে এই কাজ শেষ হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে বীরভূমের বাকী ১৭ টি ব্লকে দ্রুত কুপন বিলির কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584