মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
পুজো, বিয়ে কিংবা শ্রাদ্ধানুষ্ঠান কোনোটাই পুরোহিত ছাড়া সম্ভব নয়। এসবে প্রধান ভূমিকায় থাকেন একজন পুরোহিত। আর পুরুষরাই সবসময় পুরোহিত হতে পারে। মহিলাদের সেখানে কোনো ভূমিকাই থাকে না। আবার প্রতিমাসের চারটি দিন মহিলাদের অসৌয চলে। সেইসময় পুজো করা তো দূর ঠাকুর ঘরে ঢোকাও বারণ হয়ে যায়।
কিন্তু অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে ঠিক এর উল্টো চিত্র ধরা পড়তে চলেছে। এই ছবিতে পুরোহিতের ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।
এবার একেবারে অন্যরূপে ধরা দিল ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-র পোস্টারে বিয়ে দিতে দেখা যাচ্ছে ঋতাভরীকে।
আরও পড়ুনঃ উত্তম সরকার পরিচালিত ওয়েব সিরিজ ‘ছোট বৌদি’ নবাগতদের স্বপ্নপূরণ
পোস্টারে একহাতে ধুনুচি এক হাতে ঘন্টা নিয়ে পৌরহিত্য করতেও দেখা যাচ্ছে ঋতাভরীকে। মহিলারাও যে সংসার সামলানোর পাশাপাশি পৌরহিত্যের কাজও করতে পারে সেই বার্তাই দেওয়া হয়েছে এই ছবিতে। এক সাধারণ মেয়ের অসাধারণ গল্প বলবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিকের অনুপ্রেরণায় লেখা হয়েছে শবরী চরিত্রটি। যিনি অধ্যাপনার পাশাপাশি পৌরোহিত্যও করেন।
আরও পড়ুনঃ একইসাথে রুপোলী পর্দা-টেলিভিশনে মুক্তি পেতে চলেছে ‘আজব প্রেমের গল্প’
শ্যুটিং এর সময়ও নন্দিনী ভৌমিক-এর এক ছাত্র সাহায্য করেছেন ঋতাভরীকে। শট নেওয়ার আগে খাঁটি সংস্কৃত মন্ত্রোচ্চারণের রেকর্ড বারংবার বাজিয়ে শুনেছেন ঋতাভরী।
ছবিতে ঋতাভরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ‘কবীর সিং’ খ্যাত সোহম মজুমদার। ছবির সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী। নারী দিবসকে সামনে রেখে ৬ মার্চ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584