রামকমলের পরবর্তী শর্টফিল্মের নায়িকা ঋতাভরী, শুটিং শেষ

0
104

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

‘কেক ওয়াক’, ‘সিজনস গ্রিটিংস’, ‘রিকশাওয়ালা’-র পর চতুর্থ শর্টফিল্মের কাজ শেষ করলেন পরিচালক রাম কমল মুখার্জি৷ শর্টফিল্মের নাম ‘ব্রোকেন ফ্রেম’। নিজেরই লেখা গ্রন্থ ‘লং আইল্যান্ড আইসড টি’ রাম কমল নিয়ে এলেন বড় পর্দায়৷ আটটি ছোট গল্পের সংকলন নিয়ে রাম কমলের গ্রন্থ ‘লং আইল্যান্ড আইসড টি’। তারই প্রথম গল্পটি হল ‘ব্রোকেন ফ্রেম’৷ দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোহিত বসু রায় এবং ঋতাভরী চক্রবর্তী।

Broken frame | newsfront.co
লেখক-পরিচালক রাম কমলের সঙ্গে রোহিত এবং ঋতাভরী

রোহিত জানান- “আমি রামকমলকে তাঁর সাংবাদিকতার শুরুর দিন থেকে চিনি। হঠাতই পরিচালক হিসেবে দেখি রাম কমলকে। এষা দেওলকে নিয়ে ওঁর ‘কেক ওয়াক’ এবং সেলিনা জেটলিকে নিয়ে ‘সিজনস গ্রিটিংস’ দেখে আমি মুগ্ধ হয়ে ওঁকে টেক্সট করি আমায় যেন ওঁর আগামী কোনও ছবিতে কাজ দেন। পেয়েও গেলাম ‘ব্রোকেন ফ্রেম’-এর মতো একটা দারুণ গল্পে কাজ করার সুযোগ।”

Ritabhari | newsfront.co

‘ব্রোকেন ফ্রেম’ এক দম্পতির গল্প বলে৷ তারা তাদের বিবাহ বার্ষিকী পালন করতে চায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের ডেকে। ওই রাতেই এমন একটি ঘটনা ঘটে যাতে উল্টেপাল্টে যায় অনেককিছু। কী ঘটে সেদিন? সেটাই জানা যাবে এই শর্টফিল্মে৷

আরও পড়ুনঃ এবার ছোটপর্দায়

Broken frame team | newsfront.co
টিম ‘ব্রোকেন ফ্রেম’

“কলকাতা আমার একটা কমফর্ট জোন। তাই প্রায় সব গল্পের প্রেক্ষাপটই কলকাতা। এই শর্টফিল্মের শুটিং কলকাতায় হল। রোহিত একজন দক্ষ অভিনেতা। এই ছবির শট নিয়েও অনেক আইডিয়া রোহিত আমায় দিয়েছে। একেবারে বড় দাদার মতো গাইড করেছে আমাকে। অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘ফুল ফর লাভ’ এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে ঋতাভরীর অভিনয় দেখেছি আমি। ঋতাভরী একজন দক্ষ অভিনেত্রী। যার অভিনয়ে কোনও অতিরঞ্জিত ব্যাপার নেই। তাই ওঁকে বেছে নিয়েছি গল্পের নায়িকা হিসেবে।”

এই শর্টফিল্মের চিত্রনাট্য লিখেছেন সমীর সাতজিয়া, মিউজিক করেছেন শৈলেন্দ্র কুমার, ক্যামেরায় মধুরা পালিত। প্রযোজনায় অরিত্র দাস, সর্বাণী মুখার্জি, গৌরব দাগা। খুব শীঘ্রই দর্শক দরবারে আসবে এই শর্টফিল্ম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here