নিউজডেস্কঃ-না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক।মৃত্যুকালে বয়েস হয়েছিল ৯২ বছর।
রাত সোয়া বারোটায় বাঙ্গুর হাসপাতালে মারা যান তিনি। সকাল ১০ টায় তাঁর দেহ নিয়ে আসা হয় চেতলায় সরকারি আবাসনের ঠিকানায়। তারপর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা শ্মশানে।
শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চলচ্চিত্র ব্যক্তিত্বরা শোক জ্ঞাপন করেন। টুইটে মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, ‘চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পত্নী সুরমা ঘটকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’
দীর্ঘদিন শিলংয়ে নিজের বাপের বাড়িতে কাটিয়েছেন সুরমা। ঋত্বিক ঘটক ও সুরমার তিন সন্তান। তারা হলেন ঋতবান, সংহিতা এবং শুচিস্মিতা। শুচিস্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। একবছর আগেই মেয়ে সংহিতা মারা যান, পুত্র ঋতবান দীর্ঘদিন মানসিক হাসপাতালে থাকার পর এখন বাড়িতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584