শ্যামল রায়, কালনাঃ
বৃহস্পতিবার দুপুরে বর্ধমান কালনা রোডের ধাত্রীগ্রাম নিরল গ্রামে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক আরোহীর দুই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম হল ফিরোজ মল্লিক (২৬), শাহাজান কর্মকার(৩৪)। দুইজনের বাড়ি নদীয়া জেলার শান্তিপুরে।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা এক সিভিক পুলিশের বাইক আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কয়েক ঘণ্টা অবরোধ করে।
অবরোধকারীদের অভিযোগ যে, সিভিক পুলিশের কারণেই এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। অবিলম্বে মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। এই পথ দুর্ঘটনার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কালনার মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু চৌধুরী স্থানীয় পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।
জখম বাস যাত্রীদের মধ্যে ৪৬জন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এর মধ্যে ১০জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং বাকি ৩৬জন চিকিৎসাধীন কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।এর মধ্যে ৬ জনের অবস্থা সঙ্কটজনক রেফার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ বিধাননগরে পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির
জানা গিয়েছে যে, যাত্রীবোঝাই বাসটি গুসকরা থেকে কালনা আসছিল। ধাত্রীগ্রামের কাছে নিরল গাছে গ্রামে এক বাইক আরোহীকে বাঁচাতে গেলে দুরন্ত গতিতে ছুটে আসা বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহীর দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই চাপা দিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
এরপরেই উত্তেজিত হয়ে ওঠে জনতা। উর্দ্ধতন পুলিশ কর্তৃপক্ষ অবরোধকারীদের সাথে কথা বলেন যার ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়। এই পথ দুর্ঘটনা কেন্দ্র করে বর্ধমান কালনা রোডে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সমস্যায় পড়েন অফিস যাত্রী থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584