নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণাঃ
আজ ৫ই ভাদ্র,বাবা লোকনাথের জন্মদিবস।আর লোকনাথকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার থেকেই চলেছে ভক্তের সমাগম।
লোকনাথের জন্মদিবসে দেগঙ্গার চাকলা ও বসিরহাটের কচুয়ার মন্দিরে লক্ষাধিক ভক্তের ভিড় উপচে পড়েছে।তেমনি আঁটোসাঁটো নিরাপত্তা,নির্বিঘ্নে চলছে ভক্তদের যাতায়াত।
তবে দুর্ঘটনার কবলে পড়েছেন বহু ভক্তগন। বৃহস্পতিবার রাতে দেগঙ্গার টাকি রোডে পথ দুর্ঘটনায় ২০ জন পুণ্যার্থী জখম হয়েছেন।তাঁদের মধ্যে ১৬ জনকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও হাবড়া থানার গুমা বদর রোডে বাইক দূর্ঘটনায় আহত বেশ কয়েকজন।তবে সারারাত ধরে ভক্তদের যাতায়াতের জন্য চলছে পুলিশি টহলদারি। হাবড়া, দেগঙ্গা থানার পুলিশের নজরদারি করে চলেছে।
এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের নিরাপত্তা ও চিকিৎসার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ দেগঙ্গায় পথ দুর্ঘটনা, মৃত ২ আহত ২
বৃহস্পতিবার দুপুরে দেগঙ্গার বেড়াচাঁপার গড়পাড়া এলাকার প্রায় ২০ জন ভক্তের দল ম্যাটাডোরে চেপে বাগবাজারের গঙ্গাঘাট থেকে জল আনার উদ্দেশ্যে রওনা দেন। জল নিয়ে এসে লোকনাথবাবার মন্দিরে তা ঢালার কথা ছিল।
দেগঙ্গা বাজারের অদূরে যাত্রী বোঝাই বাসকে পাশ কাটাতে গিয়ে ম্যাটাডোরটি টাকি রোডে উল্টে যায়।আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।অন্যদিকে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে জরুরি ভিত্তিতে টাকি রোডের বেড়াচাঁপা এলাকার বেহাল রাস্তা মেরামত করা হয়েছে।কচুয়া মন্দিরে যাওয়ার জন্য প্রায় আধ কিমি রাস্তা রাতভর কাজ করে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584