মনিরুল হক, কোচবিহারঃ
ইসলামপুরের দ্বাড়িভিটায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ কোচবিহারের মেখলিগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। ইসলামপুরে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর অভিযোগ তুলে এদিন এবিভিপির পক্ষ থেকে মেখলিগঞ্জের কয়েকটি স্কুল ও কলেজে সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।এদিন এই বিক্ষোভ আন্দোলনের জেরে মেখলিগঞ্জের স্কুল কলেজের পঠন পাঠন কার্যত বন্ধ থাকে। মেখলিগঞ্জ মেইন রোডে এবিভিপি-র সদস্যরা বেশ কিছুক্ষণ অবরোধ করে ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হয়।পাশাপাশি ওই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়।
ইসলামপুরের দ্বাড়িভিটা স্কুলে উর্দুশিক্ষক নিয়োগ ঘিরে অবরোধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্রের৷মৃত দুই ছাত্রের পরিবারের অভিযোগ,পুলিশের গুলিতে মৃত্যূ হয়েছে ওই দুই ছাত্রের।গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনা প্রতিবাদে মেখলিগঞ্জ কলেজ চত্বরে পথ অবরোধ করে ধিক্কার মিছিল করে এবিভিপি৷এদিন এবিভিপির অবরোধ ও বিক্ষোভে এলাকায় সাধারণ মানুষও যোগ দেয় বলে দাবি।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ৷
এবিভিপির ছাত্র নেতা ইরফান প্রমাণিক বলেন, “ইসলামপুরের দ্বাড়িভিটা স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ না করায় ছাত্ররা শান্তিপূর্ণ ভাবে অবরোধ বিক্ষোভ করছিল। সেখানে তৃণমূলের পুলিশ প্রশাসন দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়।ছাত্রছাত্রীদের উপর গুলি বর্ষণ করা হয়েছিল।তার জেরে দুই জন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে।তার প্রতিবাদে মেখলিগঞ্জের স্কুল কলেজের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি।কিছুক্ষনের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোও হচ্ছে।”
আরও পড়ুন: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘট কোচবিহারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584