নিজস্ব প্রতিবেদক,নিউজ ফ্রন্ট, হরিশ্চন্দ্রপুর,১০অক্টোবর:
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ব্লকের মশালদহ অঞ্চলের করিয়ালি বাজারে রাস্তার দাবিতে এদিন পথ অবরোধ করা হয়।ভালুকা করিয়ালি রাজ্য সড়ক,ভালুকারোড রেল গেট সহ আশপাশের অন্যান্য মোড় গুলিতে পথ অবরোধ করা হয়। করিয়ালি বাজারের রাজেশ্বর মোড়ে থেকে ভৈরবপুর প্রাথমিক বিদ্যালয় ভায়া তালগাছি এবং করকরিয়া পশ্চিম মোড় থেকে আলমগঞ্জ গ্রাম হয়ে মতিলাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তার দাবিতে এই অবরোধ।জনজাগরণ মঞ্চের উদ্যোগে তালগাছি, ভৈরবপুর, ছঘড়িয়া,আলমগঞ্জ,করকরিয়া প্রভৃতি এলাকার সাধারণ মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয়েছেন।মঞ্চের সভাপতি আব্দুল বাসির জানান দীর্ঘদিন ধরেই এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।মুমূর্ষু রোগী হাসপাতালে পাঠানো মুশকিল হয়ে যায়।পাকা রাস্তার দাবিতে পূর্বে ও প্রশাসনের কাছে দাবি জানান হয়েছে কিন্তু কোন ফল পাওয়া যায়নি।তাই জেলা শাসক আমাদের পাকা রাস্তা করার আশ্বাস প্রদান করলেই অবরোধ প্রত্যাহার করব নচেৎ নয়।হরিশ্চন্দ্রপুর-২ব্লকের জয়েন্ট বিডিও সৌভিক সরকার জানান-বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি জানিয়েছি।আন্দোলন কারিদের অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করেছি।কিন্তু তারা মানতে নারাজ, যতক্ষন না জেলা প্রশাসনের পক্ষ থেকে বার্তা আসে।সকল ৮টা থেকে অবরোধ শুরু হওয়ায় ব্যাপক যানজট তৈরি হয় এদিন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দিলদার হোসেন, শ্যামা মন্ডল,হিরু সাহা, মনিরুল ইসলাম প্রমুখ।যদিও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যার পরে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584