শ্যামল রায়,কালনাঃ
শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার দেহ রাস্তায় রেখে পাক্কা তিন ঘন্টা অবরোধ করলেন পরিবারের লোক জনেরা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম মর্জিনা বিবি।বয়স৪৫। বাড়ি কালনা থানার পুরাতন হাট নিভূজি।মহিলার মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে বচসা বাধে।
জানা গিয়েছে যে মর্জিনা বিবির নাতির ছেলে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কালনা মহাকুমা হাসপাতালে ভর্তি করে দেন। চিকিৎসা চললেও শুক্রবার সকাল নাগাদ গরম জল নিতে মর্জিনা বিবি হাসপাতালের বাইরে বের হন। হাসপাতালের ১নং গেট দিয়ে বেরিয়ে এসে এক দোকানে গরম জল না পেয়ে রাস্তা পেরিয়ে অন্য দোকানে যাবার পথেই একটি ১০৭ চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মর্জিনা বিবির।
আরও পড়ুনঃ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু
মর্জিনা বিবির মৃত্যুকে ঘিরে পরিবারের লোক জনেরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।মর্জিনা বিবির মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধ শুরু করে।দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও চালককে ধরার দাবিতে সোচ্চার হোন পরিবারের লোক জনেরা।
ফিরোজ শেখ ও সাদ্দাম হোসেন প্রমুখ অভিযোগ করেছেন যে গাড়ির ধাক্কায় মর্জিনা বিবি অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিল অথচ প্রশাসনের তরফ থেকে কোনরকম উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেনি। হাসপাতালে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেনি ওই আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেনি। তাই চরম ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোক জনেরা। দাবি জানাতে থাকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
ঘটনাস্থলে কালনা থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করবে। অবরোধকারীরা অবরোধ তুলে নিলে পুলিশ মৃতদেহ নিয়ে থানায় চলে যায়।
শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্ত হয় কালনা মহাকুমা হাসপাতালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584