ছেলের কফিন বন্দি মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ বাবার,উত্তপ্ত চোপড়া

0
42

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

নিজস্ব চিত্র

দিল্লি থেকে নাসিম হকের মৃতদেহ নিয়ে এসে চোপড়া থানায় বিক্ষোভ দেখালো মৃতের পরিবারের লোকজনেরা।পাশাপাশি মৃতদেহ নিয়ে ৩১নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। মঙ্গলবার সকালে দিল্লি থেকে নাসিমের কফিন বন্দি মৃতদেহ চোপড়ায় পৌছালে উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়।

নাসিমের বাবার অভিযোগ মেয়ে অপহরণের অভিযোগে ছেলে ও জামাইকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। কিন্তু তাদের ছেলেকে মেয়ের পরিবারের লোকেরা মেরে ফেলার পর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা সত্ত্বেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

অবরুদ্ধ জাতীয় সড়ক।নিজস্ব চিত্র

উল্টে আটকে রাখা হয়েছে তাদের লোকেদের।তাদেরকে যতক্ষন না ছাড়া হবে ততক্ষন এই অবরোধ চলবে বলে জানান হয়।এছাড়াও এই ঘটনায় যারা মুল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছে নাসিমের বাবা মতিউর রহমান।ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ রাস্তা-জলের দাবিতে পথ অবরোধ

উল্লেখ্য, চোপড়া থানার ঝাড়বাড়ি এলাকায় বাসিন্দা নাসিম ও সালেমা তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে যায় দার্জিলিংএ।পরে তারা হরিয়ানা চলে যায়।সালেমার পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে হরিয়ানার উদ্দ্যেশ্যে রওনা দেন। তাদেরকে হরিয়ানা থেকে ধরে নিয়ে দিল্লিতে সালেমার এক আত্মীয় বাড়িতে নিয়ে আসে।

তাদের মেয়েকে নিয়ে যাওয়ার অপরাধে নাসিমের উপর সালেমার পরিবারের সদস্যরা মারধর করে।নাসিম তার দিদিকে ভিডিও কল করে ঘটনা জানায়।এর পরেই নাসিমের মৃত্যুর খবর বাড়িতে আসে।মৃত্যুর খবর পৌঁছাতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে।নাসিমের পরিবারের পক্ষ থেকে সালেমার বাবা, কাকা ও দাদা সহ কয়েকজনের বিরুদ্ধে চোপড়া থানায় খুনের অভিযোগ দায়ের করে।

এর আগে সালেমার পরিবারের পক্ষ থেকে নাসিমের পরিবারের বিরুদ্ধে মেয়ে অপহরণের জন্য অভিযোগ দায়ের করে।ওই অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ নাসিমের দাদা ও জামাইবাবুকে গ্রেফতার করে।চারদিনের মাথায় নাসিমের মৃতদেহ দিল্লি থেকে চোপড়ায় পৌছালে নাসিমের পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে থানায় বিক্ষোভ দেখানোর পরে চোপড়া বাসস্ট্যান্ডে গিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

পূর্বের খবর: তৃণমূল কর্মীকে আটকে রাখার অভিযোগ,পথ অবরোধ বিজেপির

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। অবরোধের জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পরে। নাসিমের বাবা মতিউর রহমান জানিয়েছেন, অপহরণের অভিযোগে ছেলে ও জামাইকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।

তাদেরকে যতক্ষন না ছাড়া হবে ততক্ষন এই অবরোধ চলবে বলে জানান তিনি। এছাড়া এই ঘটনায় যারা মুল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছে নাসিমের বাবা।পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় নাসিমের পরিবারের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here