হরষিত সিংহ,মালদহঃ
বিদ্যুতের দাবিতে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।মালদহ জেলার ইংরেজবাজার থানার মিল্কি এলাকার ঘটনা।রবিবার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ অবরোধ।পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে ইংরেজবাজারের মিল্কি পঞ্চায়েতের বাবুপুর সহ বেশ কয়েকটি গ্রামে লো ভোল্টেজ এবং বিদ্যুৎ পরিষেবা প্রায় বন্ধ হয়ে পড়েছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি।এমন অবস্থায় তীব্র গরমে চরম অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের।বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনা ঠিকমতো করতে পারছেনা ছাত্রছাত্রীরা।এই অভিযোগ তুলে রবিবার সকাল ৯টা থেকে মালদহ মানিকচক রাজ্য সড়কে টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করেন এলাকার শতাধিক মহিলা ও পুরুষরা। হাতে নিজেদের দাবি লেখা প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
কয়েক ঘণ্টার অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয় মালদহ মানিকচক রাজ্য সড়কে। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশেষে পুলিশের আশ্বাসে বেলা বারোটা নাগাদ অবরোধ তুলে নেয়এলাকার বাসিন্দারা।তারা জানিয়েছেন,যদি তাদের দাবি পূর্ণ না হয় তাহলে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584