মনিরুল হক, কোচবিহারঃ

ঐতিহ্যের নামে উন্নয়নের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল কোচবিহার শহরে। অবিলম্বে কোচবিহার শহরে ১নং ওয়ার্ডে পানীয়জল সরবরাহ স্বাভাবিক করার জন্য পাম্প হাউস তৈরির অনুমতির দাবীতে পথ অবরোধ করে এলাকাবাসী।

বুধবারে গুঞ্জবাড়ি মোড়ে দীর্ঘ সময় পথ অবরোধ থাকায় বিভিন্ন রুটে থাকা গাড়ি আটকে যায়। এরফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঐ এলাকায়।
আন্দোলনকারীদের দাবি শহরের ১নং ওয়ার্ডে পানীয় জল সরবরাহ প্রায় তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় কোচবিহার পৌরসভার পক্ষে নতুন করে একটি পাম্প মেশিন বসাবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের জায়গায় এই মেশিনটি বসালে ঐতিহ্য খুন্ন হবে এবং মন্দিরের একাংশের সৌন্দর্যহানি হবে এরকম অভিযোগ ওঠায় কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড কাজে বাধা দেয়। এরফলে প্রশাসনের পক্ষে কাজটিকে বন্ধ রাখা হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ হন এলাকার নাগরিকেরা। শুরু হয় ঝাণ্ডাহীন আন্দোলন। সামিল হয় এলাকার সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে যান কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষণ সিং। তাঁর অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।
ভূষণ বাবু বলেন, ‘আজই প্রশাসন কর্তাদের সাথে কথা বলে এখানে যাতে পাম্প মেশিন বসানো যায় সে ব্যবস্থা করা হবে।’
পরে আন্দোলনকারীদের পক্ষে রাকেশ চৌধুরি আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।
এ প্রসঙ্গে কোচবিহার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দনা মহন্ত বলেন, ‘এ এলাকার মানুষ দীর্ঘদিন থেকে জলকষ্টে রয়েছেন। এই সমস্যা মেটাতে একটি পাম্প মেশিন বসাবার কাজ শুরু হয়েছিল।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে তৃণমূল জেলা সভাপতি বদল
কিন্তু কিছু সংবাদ মাধ্যম বিক্রিতভাবে খবর করায় প্রশাসনের পক্ষ থেকে কাজটিকে বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় ক্ষুব্ধ নাগরিকেরা। আমরা চাই এই কাজের অনুমতি দেওয়া হোক তবে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে এলাকায়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584