মনিরুল হক,কোচবিহারঃ
রাজ্য জুড়ে সন্ত্রাস অব্যাহত তৃণমূলের সন্ত্রাসের কারনে গনতান্ত্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে। কোচবিহার জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর চলছে অত্যাচার পুলিশ শাসক দলের কথায় বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই অভিযোগ এনে মঙ্গলবার জেলার গুরুত্বপূর্ণ ঘুঘুমারি চৌপথী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।
এর ফলে ওই এলাকায় তীব্র যানজটে সৃষ্টি হয়। সড়ক পথে কোচবিহার থেকে দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। এই অবরোধের ফলে দুর্ভোগে মধ্যে পরে সাধারণ মানুষ। ওই এলাকায় যাত্রীবাহি ও মাল বোঝাই গাড়ির লাইন চোখে পড়ে। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক আনে। এইদিন কোচবিহার জেলা জুড়ে বৃষ্টি হয়। এই বৃষ্টিকে উপেক্ষা করেই বিজেপি কর্মী সমর্থকরা অবরোধ আন্দোলনে সামিল হয়। প্রায় ঘণ্টা দু-এক এই অবরোধ চলে।
আরও পড়ুনঃ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দূর্নীতির প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর বিজেপির
বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য সঞ্জিব কুমার দে বলেন,কোচবিহার জেলায় বিজেপি দলের কর্মকর্তাদের উপর পুলিশের হয়রানি চলছে। তৃণমূলের কথায় এধরনের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আমাদের নেতা দের। পুলিশ তৃণমূলের দল দাসে পরিনত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ।এর পরেও পুলিশ এ ব্যাপারে সতর্ক না হয় আমারা আরও বড় আন্দোলনে যাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584