নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সবং ১ নং দেবগ্রাম অঞ্চলের উচিতপুর শিশুকন্যা বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষিকার সরানোর দাবিতে সবং রাজ্য সড়ক অবরোধ করে।
প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে থাকে তারা।তাদের দাবি অস্বাস্থ্যকর খাবার দেওয়া হয় তাঁদের। জল লাইট ও পাখার ব্যবস্থা নেই হস্টেলে,রাত্রিবেলা কোনও ছাত্রীর জলের প্রয়োজন হলে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্রীদের। শুধু তাই নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে তপসিলি জাতির মেয়েরা পড়াশোনার জন্য এ বিদ্যালয়ের হস্টেলে থাকেন তাঁরা। তাঁদের বিনিময় না লাইটের অভিযোগ তাঁদের যে স্টাইপেন্ডের টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয় সেটি প্রধান শিক্ষিকা কেটে নেয় তাঁর বদলে কোনও রকম সুযোগ সুবিধা পায় না ছাত্রছাত্রীরা।
আরও পড়ুনঃ দেরিতে এসে মোবাইলে ব্যস্ত শিক্ষকরা, স্কুলগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
এদিন প্রায় তিন ঘণ্টা ধরে চলে রাস্তা অবরোধ। পরে বিডিও অভিজিত বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক উচ্চ আধিকারিকরা গেলে ছাত্রছাত্রীদের আশ্বাস দিলেন অবশেষে অবরোধ ওঠে।এই অবরোধের ফলে সাধারণ মানুষকে যানজটের মধ্যে পড়তে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584