নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটার হাটখোলা এলাকার হাটে শৌচ কর্ম করার কোন শৌচালয় নেই।যেই কারনে হাটখোলার পাশে রাস্তায় সব সময় মূত্রত্যাগ করেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাটখোলা লাগোয়া এলাকার মানুষেরা রবিবার হাটখোলা থেকে ফালাকাটা চৌপথি আসার রাস্তা অবরোধ করেন।রীতিমতো বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেন এলাকার মানুষেরা। স্থানিয় বাসিন্দা রাহুল কুন্ডু বলেন,“হাটের সব আবর্জনা এখানে ফেলা হয়।পাশেই জঙ্গলাকালিবাড়ির মন্দির।আবর্জনার উপর মানুষ নিত্য এই কর্ম করে।হাটে কোন ব্যবহারযোগ্য শৌচাগার নেই।বার বার বলেও কোন কাজ হয় নি।সেই কারনে রবিবার কোন উপায় না পেয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিকল্প ব্যবস্থা না হলে এই রাস্তা খোলা হবে না”।স্থানীয় বাসিন্দা প্রতিমা আচার্জি বলেন, “দুনিয়ার হাট খোলার লোক এই জায়গায় নোংরা আবর্জনা ফেলায় কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তাই আমরা রাস্তাটি বন্ধ করছি।এই নোংরা রাস্তার জন্য প্রায় তিন চার মাস থেকে এই মন্দিরে কেউ পূজা দিতে আসে না।বিভিন্ন এলাকার থেকে মানুষ এই মন্দিরে পূজা দিতে আসেন সেই ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে”।বিষয়টি নিয়ে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী বলেন, “ সত্যি এলাকার একটি বড় সমস্যা এটা। আমি বিষয়টা জানি।এই সমস্যা নিয়ে ভাববার আর অবকাশ নেই। দ্রুত হাটে একটি শৌচাগার তৈরি করতে হবে।স্থানিয়দের ক্ষোভ অত্যন্ত প্রাসঙ্গিক। আমি জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেব”।

আরও পড়ুন: হাতির হানায় ত্রিশ বিঘা জমির ফসল নষ্ট পশ্চিম মেদিনীপুরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584