মনিরুল হক, কোচবিহারঃ
যুব নেতা অজয় রায়ের গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবীতে দিনহাটার পেটলা বাজারে অবরোধ করল তৃণমূল যুব কংগ্রেস। সোমবার সকাল ১১ টা থেকে দিনহাটা- গোসানীমারি রোডের পেটলাবাজারে যুব তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ের সামনে ওই অবরোধ করা হয়। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বললে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তৃণমূল যুব কংগ্রেসের পেটলা অঞ্চল সভাপতি ধজেন্দ্রনাথ রায় বলেন, “গতকাল রাতে পেটলা বাজারে আমাদের সংগঠনের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়ের গাড়ির উপড়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে এদিন অবরোধ করা হয়। পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।”
দিনহাটায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার-যুব’র মধ্যে একের পর এক গণ্ডগোলের ঘটনা ঘটেই চলেছে। যুব নেতা নিশীথ প্রামানিক বহিষ্কারের পর ওই গণ্ডগোলে লাগাম টানা সম্ভব হবে বলে দলের অনেক নেতৃত্বই মনে করেছিলেন। কিন্তু নিশীথ প্রামানিক বহিষ্কারের পর এলাকা দখল নিতে মাদার গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে বলে যুব’র অনেক নেতাই অভিযোগ করছেন। আর সেই কারনে সেখানে গণ্ডগোল আবার নতুন করে শুরু হয়েছে। দিনহাটার নিশীথ প্রামানিক অনুগামী এক যুব নেতার কথায়, বহিষ্কারের পরেই পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে জোড় করে শিবির বদলানোর চেষ্টা হয়েছে। গতকাল সাংগঠনিক কাজ করে ফেরার পথে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়ের উপড়ে হামলা করা হয়েছে। যদিও মাদার গোষ্ঠীর নেতারা যুব’র ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন: মাদারিহাট বীরপাড়া ব্লকে কৃষিমেলার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584