সুদীপ পাল,বর্ধমানঃ
রাস্তার পাশে দুটি বিদ্যালয় আর একটু গেলেই স্বাস্থ্যকেন্দ্র কিন্তু রাস্তা নয় এলাকার মানুষ নাম দিয়েছে ‘মরন ফাঁদ’। বর্ধমান ২ব্লকের নবস্থা ২ পঞ্চায়েতের খাড়গ্রাম নাপিতপাড়া থেকে চন্ডীপুর হয়ে করন্দা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অথচ প্রশাসনের কোন নজর নেই বলে এলাকার মানুষের অভিযোগ। স্থানীয় মানুষদের অভিযোগ, রাস্তার পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে নিত্যদিন চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ের এবং উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের ভোগান্তি হয়।
এলাকার মানুষরা বলছেন, শুধু পড়ুয়ারা নয় স্বাস্থ্যকেন্দ্রের রোগীদেরও হয়রানি হতে হয়। অথচ এই চার কিলোমিটার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জাতীয় সড়কে যেতে গেলে পালসিট মোড় হয়ে যেতে হয় এলাকাবাসীদের। তখন এই রাস্তা অতিক্রম করতেই হয়। কেন এই গুরুত্বপূর্ন রাস্তার কোন সংস্কার হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাপতি দেবু টুডুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584