নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির জল্পনার তুঙ্গে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম। বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মদিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এক পদযাত্রা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য রাজনীতির বর্তমান জল্পনার কর্ণধার শুভেন্দু অধিকারী।
এই দিন এই পদযাত্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেখানে দাদার অনুগামী অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
তবে শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীদের কথা উঠে এল শুভেন্দুর গলা থেকে। কোন রাজনৈতিক সুর শোনা যায়নি এই দিন,এইদিন ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির এক সক্রিয় সদস্যের হাতে লেখা একটি বই উদ্বোধন করা হয়।
আরও পড়ুনঃ বিজেপির সহ সভাপতি নির্বাচিত হবার পর শুভেন্দু শুভেচ্ছা জানিয়েছিলঃ মুকুল রায়
তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটা কথা স্পষ্ট করে দেন বর্তমানে তার পরিচয় হিসেবে ‘আমি পশ্চিম বাংলার ছেলে’ বলে। তবে রাজনৈতিক প্রসঙ্গ সম্পূর্ণ উড়িয়ে দিলেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মঞ্চ থেকে কোনো রাজনৈতিক মন্তব্য রাখবেন না তিনি।
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ বহিরাগত তত্ত্ব দিলীপ ঘোষকে পাল্টা ফিরহাদ
এক কথায় বলা যায় যতই দিন যাচ্ছে শুভেন্দু অধিকারী কে নিয়ে কার্যত জল ঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই দিন পদযাত্রায় শুভেন্দুর পাশে তার ঘনিষ্ঠদের মুখে গেরুয়া মাস্ক পরা দেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও এই সম্বন্ধে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুভেন্দুর মুখ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584