কৃষি বিল বাতিলের দাবিতে দিনহাটায় পথ অবরোধ বাম-কংগ্রেসের

0
122

মনিরুল হক, কোচবিহারঃ

কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করার দাবিতে পথ অবরোধ করল বাম-কংগ্রেস জোট। শুক্রবার দিনহাটা-কোচবিহার সড়কের পুটিমারি এলাকায় এই পথ অবরোধ করা হয়। এদিন বেলা ১১ টা থেকে অবরোধ শুরু হয়, ঘন্টাখানেক অবরোধ চলে।

people | newsfront.co
বিক্ষোভ সমাবেশ ৷ নিজস্ব চিত্র

অবরোধে নেতৃত্ব দেন সিপিআইএম-র জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মণ , জাতীয় কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কেশব রায়, এসএফআইয়ের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, কমল দাশগুপ্ত সহ আরও অনেকে। এদিনের এই পথ অবরোধে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মণ বলেন, “কেন্দ্রের মোদি সরকার কৌশলে যে কৃষি বিল পাস করিয়ে নিয়েছে তা কৃষক বিরোধী। এই বিলের মধ্য দিয়ে সরকার কৃষি ক্ষেত্রকে কর্পোরেট হাউসের হাতে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছে।

rally | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

এতে সাধারণ কৃষকের জীবন- জীবিকা দুর্বিষহ হয়ে উঠবে। কৃষক আরও শোষণের জাতাকলের মধ্যে পড়বে। তাইতো এই বিলের বিরুদ্ধে সারাদেশে আন্দোলন শুরু হয়েছে।”অন্যদিকে কেন্দ্রের মোদী সরকারের কৃষি বিল বাতিল করার দাবিতে দিনহাটা ২ নং ব্লকের বিডিও অফিসের সামনে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে দফায় দফায় চললো বিক্ষোভ- মিছিল। পরে বিডিও অফিসের সামনে প্রায় ১ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম- কংগ্রেস জোট।

আরও পড়ুনঃ কৃষি বিলের প্রতিবাদে ঘোষপুকুরে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

এদিন সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক কমঃ আব্দুর রউফ, অগ্রগামী কিষান সভার দিনহাটা ২ নং ব্লক সম্পাদক কমঃ মনীন্দ্রনাথ বর্মণ, কৃষকসভার জেলা নেতা কমঃ দিলীপ সরকার, জাতীয় কংগ্রেস নেতা যুগল সরকার, যুবলীগের দিনহাটা মহকুমার সম্পাদক কমঃ রৌশন হাবিব, কমঃ মক্তেদার রহমান, ডি ওয়াই এফ আই নেতা কমঃ দীপক পাল সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের স্কলারশিপ প্রদান

যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক কমঃ আব্দুর রউফ বলেন, “বর্তমানে কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে বিশেষ করে কৃষকদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে। আগামী দিনে তারা কোন আন্দোলন করতে পারবে না। আমাদের দেশে যে খাদ্য সামগ্রী উৎপন্ন হয় তা আর হতে পারবেনা , ফলে রেশনিং ব্যবস্থা ভেঙে পড়বে।

তাই মানুষ মারা, কৃষক মারা, শ্রমিক মারা এই বিল অবিলম্বে বাতিল করতে হবে। আর যদি বাতিল না করা হয় তাহলে কৃষক, শ্রমিকরা রাস্তায় থাকবে। আর তার জন্য আমাদের সেখানে যেতে হয় যাব। যদি জেলেও যেতে হয় ,গুলি খেতে হয় তাও খাব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here