শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনে ছিঁচকে চোরের উপদ্রবে খোয়া গেল কলকাতা পুরসভার লক্ষাধিক মাল। বৃহস্পতিবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড অ্যালায়েড অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোর থেকে চুরি হয়ে গিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র।
কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তথা সেন্ট্রাল স্টোরের ভারপ্রাপ্ত বিদায়ী মেয়র পারিষদ তারক সিং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দামী কিছু খোয়া যায় নি।’ যদিও সংগঠনের তরফে পুর কর্তৃপক্ষের গাফিলতির দিকেও আঙ্গুল তুলেছে এই সংগঠন।
এদিন সংশ্লিষ্ট সংগঠনের তরফে দাবি করা হয়, মৌলালি সেন্ট্রাল স্টোর থেকে ৩ আগস্ট ১৯ টন মূল্যবান জিনিসপত্র গায়েব হয়েছে। বর্তমান বাজারে জিনিসপত্রগুলির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ লালবাজারে করোনা আক্রান্ত অন্যতম শীর্ষ পুলিশকর্তা যুগ্ম কমিশনার সদর
সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা জানান, যে জিনিসপত্রগুলি গায়েব হয়েছে সেগুলি অত্যন্ত ভারী। কোনরকম যানবাহন ছাড়া সেগুলি বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে শহরের একটি জনবহুল এলাকা মৌলালী থেকে কিভাবে সমস্ত সিকিউরিটি নজর এড়িয়ে জিনিসপত্রগুলি গায়েব হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুনঃ কর্মক্ষেত্রে হয়রানি ঠেকাতে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভা
সংস্থার দাবি, মৌলালি সেন্ট্রাল স্টোরে নিরাপত্তাকর্মীরা সবসময় থাকেন। সেক্ষেত্রে তাদের নজরে এড়িয়ে কীভাবে চুরি সম্ভব? পাশাপাশি ওই দিন যে সমস্ত নিরাপত্তাকর্মীরা সেন্ট্রাল স্টোরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে। এমনকি যে নিরাপত্তারক্ষী সংস্থা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদেরকে অবিলম্বে কালো তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584