নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শালবনি ব্লকের আট নম্বর গড়মাল পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখে অফিসের উপরে লোহার গেট ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা ফোন করে গড়মাল গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই ভুঁইঞাকে বিষয়টি জানায়। তিনি খবর পেয়ে ছুটে আসেন অফিসে। ঘটনাস্থলে পৌঁছে ফোন করে শালবনি ব্লকের পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান।

গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই ভূঁইয়া জানান, গ্রাম পঞ্চায়েত অফিসের দোতালার লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে সচিবের ঘরে থাকা আলমারি ভেঙ্গে দিয়েছে আর আলমারিতে থাকা নগদ কিছু টাকা, দুটি মোবাইল, বিভিন্ন কাগজপত্র যেমন দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে, তেমনি চুরি করে নিয়ে গেছে একটি কম্পিউটার ও দুটি ল্যাপটপ। তিনি পুলিশকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুনঃ কয়েক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার শিলিগুড়িতে, গ্রেফতার ৩


আরও পড়ুনঃ দাঁতনে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু
পীড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের কাজ শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গড়মাল গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থীজয় লাভ না করায় তৃণমূল কংগ্রেসের সংরক্ষিত আসনের জয়ী প্রার্থী প্রধান হিসেবে নির্বাচিত হয়ে কাজ করছেন। সোমবার ওই ঘটনার ফলে পঞ্চায়েত অফিসের কাজকর্ম হয়নি। প্রধান আরও জানান যে প্রচুর গুরুত্বপূর্ণ কাগজগুলি দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে।
তবে কেন কি কারণে ঐ চুরির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। অনুমান রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা চুরির ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটি জানানো হয় শালবনি ব্লকের বিডিওকেও। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে কারা ওই ঘটনায় জড়িত তা চিহ্নিত করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। তবে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চুরির ঘটনায় গড়মাল অঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584