অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দল গঠনে চলতি আইএসএলে সব থেকে কম সময় পেয়েছে ইস্টবেঙ্গল তাতেও প্রথম ম্যাচ ডার্বির মত কঠিন যুদ্ধ। তবুও দলকে যতটা সময় গুছিয়ে নিচ্ছেন লাল হলুদের ব্রিটিশ কোচ রবি ফাউলার। ইতিমধ্যে দলের অধিনায়ক হিসেবে ড্যানিয়েল ফক্সকে আর্মব্যান্ড তুলে দেওয়ার পাশাপাশি পিলকিংটনকে ডেপুটি হিসেবে বেছে নিয়েছেন লাল হলুদ হেডস্যার।
আরও পড়ুনঃ নতুন জার্সিতে ধাওয়ান
প্রাক্তন লিভারপুল তারকা ফাওলার বলেন,” ডার্বির গুরুত্ব বুঝি আর শুধু ডার্বি বলে না প্রথম ম্যাচ সব সময় কঠিন নতুন দল। ” আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী লিভারপুলের লেজেন্ড ইতিমধ্যে পাসিং ফুটবলে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা প্র্যাকটিস ম্যাচে পাসিং ফুটবলের ঝলক দেখা গিয়েছিল।
দলে জেজে লালপেকলুহা, এগুয়েনসন লিংডো, বলবন্ত সিংয়ের মত ফুটবলার থাকার পাশাপাশি নারায়ণ দাস রয়েছেন। ছয়জন বিদেশি ফুটবলারের তালিকায় ড্যানিয়েল ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাক মাঘোমার মত ফুটবলারের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রবি ফাওলারকে ভরসা দিচ্ছে। তিনি বলেন,”আমার দলে নেতার অভাব নেই। তবে ড্যানি নেতাদের মধ্যে নেতা।
আরও পড়ুনঃ নতুন আইসিসি চেয়ারম্যান কিউই গ্রেগ
আমার বিশ্বাস রয়েছে ড্যানিয়েলের ওপর। ডার্বিতে দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ওর। আমি ড্যানিয়েলের সঙ্গে কথা বলেছি। ওর মধ্যে সেই খিদেটা দেখেছি। যা দলের পক্ষে ভালো।“ তিলক ময়দানের আয়তন তুলনায় ছোটো। সেখানে দ্রুত পাসিং ফুটবল কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল দলকে নেতৃত্ব দেবেন। তাই বেশ উত্তেজিত ড্যানি ফক্স। কোচ ফাউলারের আস্থার মর্যদা দেওয়ার জন্য তৈরি এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক।
ফক্স বলেন, “কোচ যখন আমার ওপর আস্থা রেখেছেন, তখন আশা করি তাঁকে হতাশ করব না। আমরা ডার্বিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।“ একইসঙ্গে তিনি বলেন, “ডার্বির জন্য খুবই ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। দলের মুডও বেশ ভাল আছে। ভাল খেলার খিদেটা রয়েছে সবার মধ্যে। গত কয়েক দিনে যা প্রস্তুতি হয়েছে, তাতে ছেলেদের বেশ ধারালোই লেগেছে। এখন সবাই মাঠে নামার জন্য ছটফট করছে।“
আরও পড়ুনঃ কার্তিককে নেটে টিপস বুমরাহর
স্কটিশ ডিফেন্ডার ড্যানি ফক্স শুক্রবার দলকে নেতৃত্ব দেবেন ও আইরিশ মিডফিল্ডার পিলকিংটন ডার্বিতে সহ-অধিনায়ক হতে চলেছেন। এই বিষয়ে ফাউলার বলেন, “ড্যানিকে আমি অনেক দিন ধরেই চিনি। ওর মধ্যে ভাল নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে। গত দুই সপ্তাহের প্রস্তুতিতে ও সতীর্থদের আস্থা অর্জন করে নিয়েছে বলেই মনে হয় আমার। দলেও বেশ জনপ্রিয়। তাই ওর পক্ষে এই ভূমিকা পালন করতে অসুবিধা হবে না। এখন শুধু মাঠে বল পড়ার অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584