সুন্দরবনের দুর্গতদের মুখে হাসি ফোটাচ্ছে ‘রবিনহুড’

0
33

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। চারিদিকে তার ক্ষত বয়ে বেড়াচ্ছে সুন্দরবনবাসী। কেউবা সরকারি ত্রান পেয়েছে আবার কেউবা তা পাননি। লকডাউনের ফলে কাজ হারিয়ে অনেকেই আছেন অভুক্ত অবস্থায়। তার উপর গ্রামে গ্রামে ফিরতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। এর ফলে দিন দিন বাড়ছে অভুক্ত মানুষের সংখ্যা। আর এইসব অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে এবার কলকাতা থেকে সুন্দরবনে এলেন রবিনহুড আর্মির সদস্যরা।

Sundarban | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তারা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ রায়মঙ্গল নদী ও মরিচঝাপি জঙ্গলের পাড়ে অবস্থিত পুইজালী ও কুমিরমারি গ্রামে প্রায় হাজার মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। আমপানের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এই সব দ্বীপগুলিতে। রায়মঙ্গল নদীর জলে ভেসে গেছে পুরো দ্বীপ অঞ্চল। নোনাজল এখনো সেখানে জোয়ার-ভাটা খেলছে ঘরবাড়ি জমির উপর দিয়ে।

villager | newsfront.co
নিজস্ব চিত্র

আর তাই সেই সব মানুষদের মুখে যাতে দুবেলা-দুমুঠো খাবার পৌঁছায় তারই ব্যবস্থা করলেন রবিনহুড আর্মির সদস্যরা। ডাল, সয়াবিন, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়া হয় এইসব দুর্গত মানুষদের কাছে। কলকাতা ও জেলার হোটেল-রেস্তোরাঁ বন্ধ দীর্ঘদিন ধরে। স্টেশনে ও ফুটপাতে থাকা মানুষগুলোর খাবারের যোগান দিত এই রবিনহুড আর্মির সদস্যরা। লকডাউনের ফলে বন্ধ সেই সমস্ত কাজ।

আরও পড়ুনঃ বালুরঘাটের বিজেপি সাংসদকে ত্রাণ সামগ্রী দেওয়ার অনুমতি হাইকোর্টের

ফলে এখন নিজেরাই উদ্যোগী হয়ে রান্না করা খাবার বিলি করছেন সর্বত্র। তাছাড়া আমপান বিধ্বস্ত সুন্দরবনের মানুষের মধ্যে আলাদা করে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রীও বিলি শুরু করলো তারা। এর ফলে উপকৃত হবেন সুন্দরবনের হাজার হাজার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here