বহরমপুর রবীন্দ্রসদনে ‘রোদরং’এর পনেরো পূর্তি অনুষ্ঠান

0
171

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

রোদরং পত্রিকার পনেরো বছর পূর্তিতে, বর্ষকালীন সংখ‌্যার প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবীন্দ্রসদনে বসল চাঁদের হাট। ২০০৩ সালে ‘রোদ-রং’ এর যাত্র শুরু। তরুণ কলমচীদের নিয়ে ধারাবাহিকভাবে চলে পত্রিকা প্রকাশ। দীর্ঘ পথে অর্থাভাব, সঙ্গীছুট নানা কারণেই কখনও থমকে, কখনও দ্রুত লয়ে এগিয়ে অবশেষে পনেরোর কৈশোরে অবতীর্ণ হয়েছে রোদ রং। তারই সঙ্গে শাখা বিস্তার করেছে সে। সাহিত‌্যচর্চার পাশাপাশি এসেছে সংস্কৃতিচর্চার কর্মকান্ড। সাহিত‌্য ও সংস্কৃতি চর্চার লক্ষ‌্যে আত্মপ্রকাশ করেছে রোদরং পরিবার নামে। গড়ে উঠেছে প্রকাশনাও। আজ তার পনেরো বছর পূর্তিতে রোদরং উৎসবের আয়োজনে প্রেক্ষগৃহ ভরিয়ে তুলেছে রোদরং পরিবার।

পরিপূর্ণ রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ।নিজস্ব চিত্র

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শক্তিনাথ ঝাঁ, মৃণালকান্তি চক্রবর্ত্তী, উৎপলকুমার গুপ্ত, ও রমাপ্রসাদ ভাস্করের মতো জেলার খ‌্যাতনামা ব‌্যাক্তিত্ত্ব।বিশিষ্ট সাহিত‌্যিক সৈয়দ হাসমত জালাল এবং কবি ও ঔপন‌্যাসিক শিবাশিষ মুখোপাধ‌্যায়ের হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা ২০১৮ রোদরং পরিবারের তরফে। হয় একগুচ্ছ বইপ্রকাশ। ভাস্বতী চক্রবর্ত্তীর কাব‌্যগ্রন্থ ‘মনকথা’, আশিস মজুমদারের ‘প্রথম উড়ান’ প্রকাশ করেন শিবাশিষ মুখোপাধ‌্যায় ও সৈয়দ হাসমত জালাল। অনুষ্ঠান সূচীর শেষ পর্বে গানের ডালি নিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী পল্লব কীর্তনিয়া। কথায় সুরে সময়ের জানান দিয়ে যায় তার গান। হলকক্ষে প্রতি শ্রোতাকেই সময়ের দলিল এর পাঠ গান এর মধ‌্যেই সমাপন করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here