রসগোল্লা খাওয়ার রসিক প্রতিযোগিতা

0
778

বদরুল আলম,বর্ধমান

রসে বশে বাঙ্গালী।বারো মাসে তেরো পার্বণ। প্রবাদ ছিল আগেই কিন্তু নিন্দুকেরা (পড়ুন বিরোধী পক্ষ) এখন উঠতে বসতেই ঐ রাজ্যের শাসক দলকে উৎসবের সরকার বলে বিদ্ধ করে, কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে এ রসের উৎসব। আয়োজক বর্ধমান পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাস। এমনিতেই বিভিন্ন উৎসবের আয়োজক হিসাবে তিনি সুপ্রসিদ্ধ। কাঞ্চন উৎসব দিয়ে বছরের শুরু হয় তাঁর ব্যবস্থাপনায়। তারপর রথের মেলা,মহিলা ফুটবল দলের খেলা থেকে শুরু করে দুর্গাপুজা কর্নিভাল সবেই আছেন তিনি।

প্রতিযোগিতা চলছে

কিন্তু এবার তিনি দিয়েছেন এক নতুন চমক।যা আক্ষরিক অর্থেই নতুনত্বের দাবী রাখে। এবারে খোকন বাবু আয়োজন রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা উৎসব।এই উৎসবে বর্ধমান শহরের কুড়িটি ক্লাবের কুড়িজন প্রতিযোগী অংশ নেয়। একজন মহিলা প্রতিযোগীও ছিলেন। রক্তে চিনির পরিমাণ বার্ধমানের কারনে যখন রসিক বাঙ্গালী মিষ্টি বিমুখ তখন খোকন বাবুর আয়োজিত এই প্রতিযোগিতায় কেউ পাঁচ মিনিটে কুড়িটি তো কেউ দশ মিনিটে তিরিশটি রসগোল্লা উদরস্থ করে নিল।প্রতিযোগিতায় মোট সময় ছিল তিরিশ মিনিট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here