শ্যামল রায়,মঙ্গলকোটঃ
ভাগাড় কান্ডের ছায়া পরল কাটোয়া মহকুমায়।সোমবার কাটোয়ায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানোর পরে মঙ্গলবার পচা খাবারে বিরুদ্ধে অভিযান চলল মঙ্গলকোটে। কাটোয়া মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান চালানোর ফলে মঙ্গলবার মঙ্গলকোটের ধর্মরাজ হিমঘর থেকে মিলল পচা ছানা। অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমাশাসক সৌমেন পাল সহ অনেকে। মহকুমাশাসক সৌমেন পাল জানিয়েছেন যে এ দিন ওই হিমঘর থেকে দুই কুইন্টাল পচা ছানা পাওয়া গিয়েছে । শোকজ করা হয়েছে ধর্মরাজ হিমঘরের মালিককে।এই পচা ছানার নমুনা পরীক্ষাগারে পাঠিয়ে দেখা হবে ।পরীক্ষার পরে কড়া ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে ।এই অঞ্চলে প্রচুর ছানা ব্যবসায়ী রয়েছেন । যখন ছানার দাম কম থাকে তখন ছানা ব্যবসায়ীরা ওই ছানা হিমঘরে রেখে দেন। দাম বাড়লে আবার বিক্রি করে দেন। এরকমভাবে পূর্বেও প্রচুর পচা ছানা বিক্রি হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ও প্রশাসন। দীর্ঘদিন ধরে। এইধরনের পচা ছানা বিক্রির অভিযোগ ছিল।তাই এদিন অভিযান চালানো হয় ।প্রসঙ্গত উল্লেখ থাকে যে ভাগার কান্ডের ছায়া কাটোয়ায় পড়েছে । সোমবার পৌরসভা তরফ থেকে অভিযান চালিয়ে কাটোয়া শহরের আদালত সংলগ্ন একটি হোটেলে পচা মাছ মাংস পাওয়ায় বন্ধ করে দেয়া হয় হোটেলটি।এছাড়াও শুভস্মৃতি রোডে একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া হয়।মঙ্গলবার মিলল পচা ছানা।
কাটোয়া পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মহকুমাশাসক সৌমেন পাল জানিয়েছেন যে এই ধরনের অভিযান আমাদের লাগাতারভাবে চলবে। যেকোনো ধরনের পচা খাবার বিক্রির অভিযোগ পেলেই নেওয়া হবে করা আইনি ব্যবস্থা। সোমবারে কাটোয়া শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে যে বাসি খাবার মিলেছে সেই অভিযোগে মঙ্গলবার চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
ফিচার ছবি প্রতীকী ও সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584