মালদহের নামী রেস্তরাঁর গুদাম থেকে উদ্ধার পচা মাছ মাংস

0
151

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মালদহ শহরের নামী এক রেস্তরাঁর গুদামঘরের ডিপ ফ্রিজে রাখা পচা গলা মাছ, মাংস উদ্ধার করল ইংরেজ বাজার পৌরসভার কর্মীরা। মালদা শহরের গ্রীন পার্ক তালতলা এলাকা থেকে পচা মাংস এবং মাছ উদ্ধার করে পৌর আধিকারিকরা।

উদ্ধার হওয়া পচা মাছ মাংস।নিজস্ব চিত্র

এদিন ১৩ জনের একটি দল হানা দেয় ওই গুদাম ঘরে। তারা জানিয়েছেন, ৬ মাস থেকে ১ বছর ধরে ওই মাছ, মাংসগুলি ফ্রিজে রাখা ছিল বলে অনুমান। কলকাতার ভাগার কান্ড নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে হইচই,সেই সময় মালদা শহরে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। মাছ ফ্রিজে রাখার কথা নিজেও স্বীকার করেছেন রেস্তরাঁর মালিক। প্রায় ৪০ কেজি ওজনের পচা মাংস এবং মাছ পৌর কর্মীরা উদ্ধার করে পৌরসভায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া পচা মাছ মাংস।নিজস্ব চিত্র

গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে হানা দিয়ে জেলা প্রশাসন ও পৌর কর্মীরা বেশ কিছু এলাকা থেকে পচা মাছ,মাংস উদ্ধার করেছে। কিন্তু বিপুল পরিমানের মাছ-মাংস উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। পৌর কর্মীরা জানিয়েছেন, পচা মাংস এবং মাছগুলি এতটাই জমাট বেঁধেছিল যে ইট এবং শাবল দিয়েও সেগুলোকে ভাঙ্গা যাচ্ছিল না। তবে কিভাবে এতদিন ধরে নামী রেস্তরাঁ ব্যবসা করে যাচ্ছিলেন তাতেই অবাক শহরবাসী। পৌরসভার পৌরপিতা সাংবাদিক বৈঠক করে মালিকের বিরুদ্ধে অভিযোগ করার কথা জানান। গত কয়েক দিন ধরেই পৌরসভার পক্ষ থেকে সাধারণ ব্যবসায়ীদের সতর্ক করেছে। তারপর এই ঘটনায় ছড়িয়ে পরতেই রীতিমত চাঞ্চল্য জেলাজুড়ে খাদ্য রসিকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here