নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে। এই পরিস্থিতিতে জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ২৭ শে মার্চ প্রথম পর্বে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন।

মঙ্গলবার থেকে শুরু হবে মনোনয়নপত্র দাখিলের কাজ। তবে কোনো রাজনৈতিক দল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের রান্টুয়া এলাকায় রুটমার্চ করে এবং ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন।

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে দুটি গণনা কেন্দ্র, কারচুপি হতে পারে অভিযোগ বিরোধীদের
রুটমার্চ ও জনসংযোগে বেরিয়ে ভোট দাতাদের নির্ভয় ভোট দেয়ার আবেদন জানান কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584