জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মিউনিসিপ্যালিটির ভোট ঘোষণা হতেই কান্দিতে রুট মার্চ শুরু করে দিল পুলিশ প্রশাসন।

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত বিজয়নগর এলাকায় কান্দি থানার পুলিশের পক্ষ থেকে রুটমার্চ আয়োজন করা হলো শুক্রবার সকালে। প্রসঙ্গত গতকাল রাজ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে আর নির্বাচনের দিন ঘোষণা হতেই পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল কান্দি পৌরসভার বিভিন্ন এলাকায়।

শুক্রবার কান্দির পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড সকালে বৃষ্টি উপেক্ষা করে রুট মার্চ করা হয়। বিকেলে দুই নম্বর ওয়ার্ল্ড রুট মার্চ করা হয়। কান্দি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “পৌরসভা ভোটের আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও বিনা ভয়ে ভোট দিতে পারে তাদের আত্মবিশ্বাস বাড়ানো মূল লক্ষ। “
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584