শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দলের সাথে দীর্ঘ দিন কোন সংস্পর্শ না রাখার অভিযোগে দল থেকে নির্বাচিত দুই সদস্যকে আজীবন দল থেকে বহিষ্কার করল আরএসপি।
বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট শহরের চকভৃগু বাসস্ট্যান্ড এলাকায় আরএসপি দলের শাখা অফিসে ডাকা এক সাংবাদিক বৈঠকে দলের চকভৃগু শাখার সম্পাদক প্রভাস চক্রবর্তী তাদের দলের জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর পক্ষ থেকে জারি করা এক প্রেস নোট প্রকাশ করে তাদের দলের এই দুই সদস্যকে বহিষ্কারের
সিদ্ধান্তের কথা জানান।
প্রভাস চক্রবর্তী ওই প্রেস নোট প্রকাশ করে সাংবাদিকদের জানান, গত পঞ্চায়েত নির্বাচনে ৩ নম্বর চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ২০০ নং আসনে তাদের আরএসপি দলের হয়ে নির্বাচিত হয়েছিলেন সোনালী চক্রবর্তী এবং ২০৫ ও ২০৬ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন রীয়া রাহা দাস।
প্রভাস বাবু অভিযোগ জানিয়ে বলেন কিন্তু দুঃখের বিষয় এই দুই সদস্যা নির্বাচিত হবার পর থেকেই না দলের সাথে কোন সম্পর্ক রাখছেন না। এই দুই সদস্যা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সে সব জায়গার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। অথচ ওই দুই এলাকার মানুষ যারা আরএসপি দলকে দেখে তাদের নির্বাচিত করেছিলেন তারা তাদের এলাকার উন্নয়ন তো দূরের কথা সাধারন কাজ কর্মের জন্য তাদেরকে কাছে না পেয়ে তাদের দলের কাছে এসে জবাবদিহি চাইছে। অথচ দল তাদের কোন পরিষেবা দিতে তো পারছেন না এমনকি তাদের কোন প্রশ্নের জবাব ও দল তাদের দিতে পারছে না।
তাই দলের আদর্শ ও আচরন তারা মেনে না চলার দরুন তাদের আজীবন আরএসপি দল থেকে বহিষ্কার করতে বাধ্য হল আরএসপি।
যদিও দলের তরফে এই বহিষ্কারের খবর জানানোর পর ওই দুই সদস্যার মতামত জানতে তাদের সাথে প্রথমে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনের সুইচ অফ রয়েছে বলে জানানো হয়।
পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তাদের বাড়িতে পাওয়া যায়নি।
এদিকে চকভৃগু এলাকার বাসিন্দাদের অভিযোগ এই দুইজন সম্প্রতি দলবদল করে তৃনমুল কংগ্রেসে যোগ দিয়েছে। অপরদিকে গত পঞ্চায়েত ভোটে ৩ নং চকভৃগু গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ১৪। বিজেপি ৫, তৃনমুল ৫ ও বাম ৪ ( আর এস পি ২ ও সিপিএম ২) । টসে বিজেপি জিতে পঞ্চায়েত দখল করে সে সময়। এদিকে এই দুই বাম তৃনমুলে যোগ দেওয়ায় তৃনমুলের আসন বেড়ে ৭।
আরও পড়ুনঃ পুর নির্বাচনের দাবিতে বহরমপুর টাউন কংগ্রেসের ডেপুটেশন
তৃনমুলের তরফে এখনও বিজেপি পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা না নিয়ে আসলেও পঞ্চায়েত আইনের সেই আড়াই বছরের মধ্যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা সম্ভব নয়ের গেড়ো কাটিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে সেই সঠিক সময়ের সুযোগের অপেক্ষায় রয়েছে বলে তৃনমুলের একটি সুত্র থেকে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584