তিনদিনের সফরে সোমবার কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত

0
66

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনদিনের সফরে শহরে আসছেন তিনি। আরএসএস সূত্রে খবর, মঙ্গলবার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন তিনি।

Mohan Bhagwat
মোহন ভাগবত

মঙ্গলবার সকাল থেকে কয়েকদফা সাংগঠনিক বৈঠকও করবেন ভাগবত। সেগুলি হবে বাংলায় আরএসএস-এর সদর দপ্তর ‘কেশব ভবনে’। শুধু রাজ্যের নয়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আরএসএস প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকগুলিতে। সন্ধ্যা ৬টা থেকে ৭টা অনুষ্ঠিত হবে একটি ভার্চুয়াল সভা। এই সভার লিঙ্ক পাঠানো হবে প্রায় ৩৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে।

এই সভার আমন্ত্রিতের তালিকা গোপন রেখেছে আরএসএস। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে থাকতে পারেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, সরোদিয়া তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য।

আরও পড়ুনঃ সিবিআই ও ইডি-র ডিরেক্টরদের মেয়াদ বেড়ে ৫ বছর, কেন্দ্রের অর্ডিন্যান্সে সম্মতি রাষ্ট্রপতির

এছাড়াও ক্রীড়াবিদ দীপা কর্মকারও ওই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে রাজ্যে এসেছিলেন ভাগবত। সে সময় তেজেন্দ্রনারায়ণের বাড়িতেও গিয়েছিলেন তিনি। সেখানে অজয় চক্রবর্তীও উপস্থিত ছিলেন। তাঁদের কাছে গানও শুনেছিলেন সংঘচালক।

আরও পড়ুনঃ দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর ত্রিপুরা পুলিশের, হোটেল থেকে বেরোনোতে নিষেধাজ্ঞা

জানা গিয়েছে, বুধবারও কলকাতাতেই থাকছেন ভাগবত। বুধবার কেশব ভবনেই সংঘের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। আরএসএস মুখপাত্র বিপ্লব রায় বলেছেন, ‘‘এটা একেবারেই রুটিন সফর। সারা বছরই নতুন লোকেদের সঙ্গে সম্পর্ক তৈরির কাজ করে সঙ্ঘ। এ জন্য গোটা দেশে ভ্রমণ করেন ভাগবত। পশ্চিমবঙ্গেও সেজন্যই আসবেন। এর সঙ্গে রাজনীতি এবং নির্বাচনের কোনও যোগ নেই।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here