করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট রুখতে নতুন সিদ্ধান্ত রাজ্যের

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও বতসোয়ানা- এই সাতটি দেশে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের মতে বিপজ্জনক হতে পারে ভাইরাসের এই ভ্যারিয়্যান্ট। তাই এই সাত দেশ থেকে পশ্চিমবঙ্গে যারা আসবেন তাঁদের ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে একটি বৈঠক হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে।

Coronavirus

জানা গিয়েছে, তাদের জন্য স্বাস্থ্য দপ্তরে জারি করতে চলেছে নয়া নির্দেশিকা। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে বেশ কিছুটা কমেছে সংক্রমণের হার। অন্যদিকে সামনেই উৎসবের মরশুম, ভিড় নিয়ন্ত্রনে রাখা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে কোন দিকেই কোন ফাঁক রাখতে চাইছে না সরকার। উল্লেখ্য, রাজ্য সরকারের এক সমীক্ষায় দেখা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ১.৩৪ শতাংশই হলেন এমন ব্যক্তি, যাঁরা এখনও ভ্যাকসিন নেননি!অন্যদিকে, ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্তের সংখ্যা এক শতাংশেরও কম।

ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের মোকাবিলায় নয়া সিদ্ধান্তঃ

• বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও বতসোয়ানা এই সাতটি দেশ থেকে রাজ্যে এলে বিমানবন্দরেই করোনার আরটিপিসিআর পরীক্ষা করা হবে।

• যাত্রীদের নিজেদের খরচে পরীক্ষা করতে হবে। না হলে যেতে হবে, সিএনসিআইয়ের নিউটাউন ক্যাম্পাসে।

• রিপোর্ট পজিটিভ এলে, আক্রান্তকে কোভিড হাসপাতাল বা সেফ হোমে পাঠানো হবে।আর, রিপোর্ট নেগেটিভ এলে, অনুমতি দেওয়া হবে গন্তব্যে যাওয়ার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here