নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সামনেই বিয়ে। তার আগে ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়ার ‘সাগর রাজ রিসর্ট’-এ এনগেজমেন্ট রুদ্রজিৎ মুখার্জি এবং প্রমিতা চক্রবর্তীর। দুজনেই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। প্রমিতাকে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও আগে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন ‘রাশি’, ‘অগ্নিপরীক্ষা’, ‘বধূবরণ’, ‘সাত ভাই চম্পা’-তে। সম্প্রতি ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। এই মুহূর্তে নানা ধরনের শুটে ব্যস্ত প্রমিতা।
ওদিকে রুদ্রও ‘সাত ভাই চম্পা’, ‘বিজয়িনী’ এবং এই মুহূর্তে ‘জীবনসাথী’ ধারাবাহিকে অভিনয় করছেন। মঙ্গলবার দুপুরে এই ধারাবাহিকের সেটেই আইবুড়ো ভাত খেলেন তিনি৷ আয়োজনে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। আশীর্বাদ করলেন ধারাবাহিকে রুদ্রর সহ অভিনেতা দীপঙ্কর দে, ইন্দ্রাণী দত্ত। তা ছাড়াও হাজির ছিলেন ইউনিটের সকল সদস্য এবং সহ অভিনেতারা। রুদ্রজিতের পরনে ছিল রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবি৷
ওদিকে বাদ পড়েননি প্রমিতাও। এই একই দিনে আইবুড়ো ভাত খেলেন তিনিও। ‘পঙ্কজ মেক অ্যাকাডেমি’তে ব্রাইডাল লুকেই আইবুড়ো ভাত খেলেন তিনি। খাওয়ালেন স্বনামধন্য মেক আপ আর্টিস্ট পঙ্কজ বিশ্বাস। এদিন ব্রাইডাল লুকে সেখানে একটি শুট ছিল প্রমিতার। বাঙালি থালিতে পেট পুজো করলেন দুজনে।
আরও পড়ুনঃ ‘অন্তর্দৃষ্টি’র শুটিঙে গিয়ে উত্তরাখণ্ডে আটকে ঋতুপর্ণা সহ গোটা ইউনিট
দুজনেই বেশ আপ্লুত। প্রমিতা জানান- “এই বছরের শেষে কিংবা সামনের বছরের শুরুতে সামাজিক বিয়ে সেরে নেবেন দুজনে। তবে, দুই পরিবারের সিদ্ধান্তেই পুরুলিয়ার ‘সাগর রাজ রিসর্ট’-এ এনগেজমেন্ট সারবেন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে। রইল শুভ কামনা। দেখুন ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584