মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দীর্ঘমেয়াদী হয়েছে লকডাউন। প্রথমে এক মাস তারপর দেড় মাস। এখন সেটা প্রায় ২ মাসের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই দেশজুড়ে টানা ২মাস ধরে লকডাউন চলছে। যে হারে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলেই মনে করছেন সকলে।
লকডাউনের জেরে এই কঠিন সময়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। অফিস আদালত সবই বন্ধ। কাজ নেই। বেতন নেই। দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যদিকে, অতি কম বেতনে কষ্ট করে টেনেটুনে দিনগুলো কাটিয়ে দিচ্ছেন যারা, তাঁরা হলেন মধ্যবিত্ত। সমাজে তাঁদের স্থানটা একেবারে মাঝখানে। গরীবও নন, উচ্চবিত্ত-ও নন। তাঁরা হলেন মধ্যবিত্ত।
লকডাউন পরিস্থিতিতে এই মধ্যবিত্তদের কথাই কবিতার মাধ্যমে তুলে ধরলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বুধবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। চার মিনিট দীর্ঘ এই ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন-‘ভালো আছি, ইতি-মধ্যবিত্ত’। মধ্যবিত্ত শ্রেণীর মন ছুঁয়ে যেতেই সেই ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়।
দুঃস্থ, গরিবদের কথা ভাবছেন সকলেই। সরকারও তাঁদের পাশে রয়েছে। কিন্তু মধ্যবিত্তদের কথা কেউ ভাবছেন? কবে অফিস খুলবে তা কেউ জানে না। এমনকি ভগবানও জানেন না। ধীরে ধীরে কমছে ব্যাঙ্ক ব্যালেন্স। তবুও ইগো আঁকড়ে বেঁচে থাকা মধ্যবিত্ত দাঁড়াতে পারছে না স্বেচ্ছাসেবী সংগঠনের বিতরণ করা খাবারের লাইনে। কারণ সে দুঃস্থ নয় মধ্যবিত্ত। লকডাউনের সময় মধ্যবিত্তদের রোজকার জীবনের এইরকমই কিছু কথা প্রকাশ্যে আনলেন রুদ্রনীল। এই দুর্দিনে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা ভাবছে না কেউই। এবং এটাই যে সত্য।সেটা রুদ্রনীল ঘোষের ভাইরাল হওয়া ভিডিওটিতে স্পষ্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584