গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
সিনিয়র উইমেন্স ক্রিকেট টিমে জায়গা করে নিল জলপাইগুড়ি পূর্বাঞ্চল উচ্চ বিদ্যালয়ের অভাবি মেয়ে রুকমনি । সে সিনিয়র বেঙ্গল উইমেন্স ক্রিকেট এ সুযোগ পেল। জলপাইগুড়ির মেয়ে হিসেবে এটা বড় সাফল্য রুকমনির। তার বাড়ি রাজবাড়ী পাড়ায়।
অভাবি ঘরের মেয়ে রুকমনি।বাবা অশোক রায় দীর্ঘ বছর ধরে পায়ের সমস্যা নিয়ে বাড়িতে বসা । তাঁর ছেলে কিষাণ রায় একটি ছোট হোটেল কাজ করে সংসার চালায়। পরিবারের নানা সমস্যা থাকা সত্ত্বেও রুকমনি কে জেলা ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত ও রুকমনির কোচ উদয় রায় ও তার বিদ্যালয় বিশেষ ভাবে সাহায্য করেছে। তারফলেই সাফল্যর মুখ দেখল রুকমনি , এমনটাই পরিবারের সদস্যরা জানিয়েছেন। লেফ্ট হ্যান্ড স্পিনার রুকমনি। সে কুড়িজনের লিস্ট এ সরাসরি সিনিয়র বেঙ্গল উইমেন্স এ সুযোগ পেয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী ম্যাসকট উদ্বোধন
রুকমনি যদিও এখন কলকাতায় সিএবি কোচিং সেন্টার এ রয়েছে । তবুও সে ফোনে জানিয়েছে আগামী তে ভালো খেলে ভারতীয় দলে খেলার ইচ্ছা রয়েছে তার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584