নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বাঘের গুজবে দিশেহারা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের সাহাপুরের দুই গ্রাম পঞ্চায়েত এলাকা। একের পর এক গবাদি পশু আক্রমণ করার ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকারই একটি ছাগলের মৃত্যু হয়। তারপরেও একটি গরু ও এক মহিষকে জখম অবস্থায় উদ্ধার করে বাসিন্দারা।
এর পরেই বাঘের গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। তবে চিতাবাঘ গ্রামে আচমকা হানা দেওয়ার ফলেই ওই গবাদিপশুগুলোকে আক্রমণ করে বলে জানায় স্থানীয়রা।এমনকি স্থানীয় মানুষজন বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলেও দাবি করেছেন। ভয়ে মানুষজন বাড়িতে বন্ধ হয়ে বসে রয়েছেন।
আরও পড়ুনঃ লকডাউনে ভিনরাজ্যে ভোগান্তি, ঘরে ফিরতে চান গৌড়বঙ্গের পরিযায়ী শ্রমিকরা
তবে জানা গেছে, বছর দেড়েক আগে রায়গঞ্জ শহরে বাঘ দেখা গিয়েছিল। পরে যদিও জানা যায়, জাতীয় সড়ক দিয়ে ট্রাকে চাপিয়ে পশুটিকে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার ফাঁকে, সেটা ট্রাক থেকে নেমে পড়েছিল। তবে ইসলামপুরের ওই এলাকায় চিতা বাঘের দেখা মাঝে মধ্যেই পাওয়া যায়।
তবে ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে তল্লাশিতে নামে। যদিও থাবা দেখতে পাওয়া গেলেও সেগুলো কিসের থাবা তা পরিষ্কার নয় তাদের কাছে। তাই বন দফতরের চোপড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জীব সাহা জানান, তারা এলাকায় তল্লাশি করে জানতে পেরেছেন এটি আদৌ কোনো বাঘ নয়। থাবার ছাপগুলো সম্ভবত শেয়ালের। প্রয়োজনে বন দফতর এলাকায় খাঁচা বসানোর কথা ভাবছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584