মৃত্যু খবরদাতাকে প্রেতপুরীতে স্বাগত জানালেন চন্দন সেন

0
238

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই বছরটা যেভাবে কাটছে তাতে একের পর এক গুণী মানুষদের হারাচ্ছি আমরা। গুণীদের স্বর্গযাত্রার ভিড়েই গতকাল মাঝরাতে এল আরও একটি খবর। মারা গিয়েছেন চন্দন সেন।

Chandan Sen | newsfront.co
চন্দন সেন। ফাইল চিত্র

আসল ব্যাপারটা হল- এদিন সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, ডিওয়াইএফআই-এর মুখপত্র তথা যুবশক্তি পত্রিকার অন্যতম সদস্য চন্দন সেনের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন।

আর তাতেই মানুষ ভাবেন আর নেই তাঁদের প্রিয় অভিনেতা, নাট্যকার চন্দন সেন। আর স্বাভাবিকভাবেই এমন এক মানুষের মৃত্যুর খবরে নড়েচড়ে বসে সংবাদমাধ্যম। অভিনেতার অসুস্থতার খবর অজানা নয় কারো। আর তাতেই ব্যাপারটা ভেবে নিতে দুবার ভাবেননি কেউ।

আরও পড়ুনঃ অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে’র নামে ফেসবুকে ফেক প্রোফাইল

আজ সকালে বিষয়টি চোখে পড়ে চন্দন সেনের। আর তারপরই তিনি একটি ভিডিও পোস্ট দিয়ে যা বলেন তা খানিকটা এরকম- “নমস্কার আমি চন্দন সেন বলছি। আমার মৃত্যুখবর যাঁর মাধ্যমে রটেছে তাঁকে প্রেতপুরীতে স্বাগত। কিছুক্ষণ আগে আমার মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে। খবরদাতা আমার রাতের ঘুমের বারোটা বাজিয়ে ভাল কাজ করেননি। আবার দেখা হবে রাস্তায়, মিছিলে বা কোথাও একটা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here