নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং বহরমপুর মহকুমা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রকল্প ‘সবলা মেলা’ র শুভ সূচনা হল সদর শহর বহরমপুরে। ব্যারাক স্কোয়ার ময়দানে মেলা টি সোমবার ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ৩৪ টি স্টল করা হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ব্লক থেকে।
অনুষ্ঠানের উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। উপস্থিত ছিলেন মন্ত্রী পত্নী শক্তি পান্ডে, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, টাউন সভাপতি নাড়ু গোপাল মুখার্জি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী, বিধায়ক সুব্রত সাহা, কৃষি কর্মাধ্যক্ষা শাহনাজ বেগম এবং দলীয় কর্মীগন।
বাংবার এসএইচজি দপ্তরের কর্মীদের বদল করায় রাগান্বিত হয়ে অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে সাধন পান্ডে জানান, বার বার বদলি করলে কাজের ক্ষতি হয়। তাই তিনি চিফ সেক্রেটারির কাছে আবেদন জানান, অন্তত ১ বছর যেন তাদের কাজ করতে দেওয়া হয় । জেলা সভাধিপতির অনুপস্থিতিতে উনি জানান, হয়তো কোনও কাজে ব্যস্ত আছেন তাই আসতে পারেননি।
আরও পড়ুনঃ সিআরপিএফ-ডিআরডিও’র যৌথ উদ্যোগে বাইক অ্যাম্বুলেন্স ‘রক্ষিতা’-র আত্মপ্রকাশ
১৩ টি জেলায় ৪০০০০ গ্রাম আছে ওনার সুপারভাইজাররা পরিদর্শন করে প্রায় ২৪০০ জন বেকারদের নাম নথিভুক্ত করেছে। ফেব্রুয়ারীর মধ্যে তাদের জন্য ব্যবসায় নিযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘জাগো’ তার আওতায় আনা হবে বেকার যুবকদের।আগামীদিনের জন্য উদ্যোগ নিয়ে গাছ লাগানো তার পরিচর্যা করা , পুকুর সংস্কার করা প্রভৃতি প্রকল্পর মাধ্যমে কাজের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584