নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
লটারিতে পাঁচ কোটি টাকা পেলেন পূর্ব মেদিনীপুরের বাধিয়ার সাব্বির হোসেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সাব্বির দুর্ঘটনায় আহত হয়ে গৃহবন্দি হয়েও রাতারাতি কোটি টাকার মালিক হতে চলায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বাধিয়া গ্রামের বাসিন্দা সেক সাব্বির হোসেন। পাঁচ কোটি টাকা পেয়েছে সে এবারের লটারির টিকিটে।এমন মোটা অঙ্কের টাকার প্রাইজ পেয়ে রীতিমত খুশি তার পরিবার থেকে আত্মীয় স্বজন। অনেকে আবার অভিনন্দন জানাতে বাড়িতে এসে হাজির হয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেক সাব্বির হোসেন জানায়, “গত দেড় মাস আগে কাঁথি শহরের চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলাম। সেখানে দুটো টিকিট চার হাজার টাকা দিয়ে কিনেছিলাম৷ তখন পরিবারের কোন সদস্যকে জানাইনি। শনিবার রাতে জানতে পারি আমার প্রথম পুরস্কার পাঁচ কোটি টাকা লেগেছে। প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। ঘটনাটি ফেক হতে পারে বলে।”
আরও পড়ুনঃ কোভিড পরিস্থিতির করুণ দৃশ্য উঠে এল তপনের শ্যামা পুজোয়
পরে তিনি আরও জানান,”প্রথমে স্ত্রীকে জানালেও বিশ্বাস করেনি। রবিবার টিকিট কাউন্টারে গিয়ে সমস্ত পরিচয় পত্র দিয়ে সত্যি ঘটনা জানতে পারি।” রীতিমতো সাব্বির বাড়িতে আত্মীয় থেকে প্রতিবেশীদের ভিড় জমতে শুরু করেছে।নজর রেখেছে পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584