রাষ্ট্রসংঘে পুরস্কৃত সবুজ সাথী, উৎকর্ষ বাংলা প্রকল্প

0
160

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আরও একবার বিশ্বের দরবারে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্প। বিশ্বের ১৬০টি দেশের মধ্যে সেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের একটা বিরাট সাফল্য।

Sabooj Sathi cycle | newsfront.co
ছবিঃ সংগৃহীত

শুধু তাই নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প। রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি গত ৭ সেপ্টেম্বরই ভার্চুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। জানানো হয়, ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল। সেখানেই সেরার শিরোপা জিতে নিয়েছে বাংলার এই দুই প্রকল্প।

আরও পড়ুনঃ পুলিশের উন্নতিকল্পে কল্পতরু মু়খ্যমন্ত্রী! বিপুল পরিকাঠামো, আর্থিক ঘোষণা

তবে এই প্রথম নয়, গতবছরও আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছিল এই প্রকল্প দুটি। সেই সময়ে রাষ্ট্রসংঘের মঞ্চে ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্পের মাথায় সেরার শিরোপা ওঠে৷ তারও আগে ‘কন্যাশ্রী’ প্রকল্প পেয়েছিল সেরার সম্মান৷ উৎকর্ষ বাংলা হল রাজ্যের তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তৈরি প্রকল্প। রাজ্যের উদ্যোগে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী নিখরচায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছেন ও পাচ্ছেন।

আরও পড়ুনঃ ক্যাম্পাসে খাতা-কলমের প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়

অন্যদিকে, ‘সবুজ সাথী’ হল রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদানের প্রকল্প৷ এই প্রকল্প দু’টি চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল৷ সুবিধা পেয়েছেন বহু মানুষ৷ ভালো কাজের জন্য বাংলার এই দুই ভাবনাই সম্মানিত হয়েছে গোটা বিশ্বে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here