সিনিয়র ডিভিশন ফুটবল লিগ খেলবে সবুজ সাথী এবং করুণা ফুটবল একাডেমী

0
92

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ  

বর্তমান সময়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। তাদের ক্রীড়া সংস্কৃতির প্রতি মনোযোগ ফিরিয়ে আনতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্ট থেকেই আসন্ন সিনিয়র ডিভিশন ফুটবল লিগ খেলার যোগ্যতা অর্জন করলো গোরাবাজার সবুজ সাথী এবং করুণা শঙ্কর ভট্টাচর্য্য ফুটবল একাডেমী। সম্প্রতি জেলার দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে জয়লাভ করেছে করুণা শঙ্কর ভট্টাচর্য্য ফুটবল একাডেমী এবং গোরাবাজার সবুজ সাথী হয় রানার্স। দুই দলেরই পয়েন্ট ১০ হলেও গোল পার্থক্যে চ্যাম্পিয়ন হয় করুণা শঙ্কর ভট্টাচার্য একাডেমী । অর্থাৎ আগামী মরশুমে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলতে চলেছে এই দুই দল।

নিজস্ব চিত্র

নিয়মানুযায়ী সেকেন্ড ডিভিশন থেকে খেলা শুরু করে প্রথম বারেই গোরাবাজার সবুজ সাথী ফার্স্ট ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করল।  গেম সেক্রেটারি রবিউল আনোয়ার , টিম ম্যানেজমেন্ট এর দায়িত্ব প্রাপ্ত শুভঙ্কর বোস ( শুকু ) , কোচ গোবিন্দ পাল ( লালু ) , সোমনাথ পাল, তপন বোস ( মনিদা) , পার্থ বণিক, ক্লাব সংস্থার চেয়ারম্যান রেবা বিবি , কোষাধক্ষ্য সম্রাট রশিদ ,  রৌশন আলম ( টুকটুক) , গোবিন্দ বাবু , দলের খেলোয়াড়রা সহ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন- এর জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ ভাদুড়ী সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ ও খেলার সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোরা বাজার সবুজ সাথীর কর্ণধার ড.  মোহনলাল রশিদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here